‘সেন্ট্রাল ইউনিভার্সিটির মডেলে অসুবিধা আছে, আমাদের কথা শুনতে হবে’

রাজধানীল কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
রাজধানীল কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি  © টিডিসি ফটো

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের খসড়ার বিপক্ষে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। আজ সোমবার (১৩ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি জানান তারা। এতে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। এই মডেলে সমস্যা আছে জানিয়ে তাদের কথাও শোনার আহবান জানিয়েছেন তারা।

শহীদ মিনারে আন্দোলনকারীদের পক্ষে এক শিক্ষার্থী বলেন, ‘বাংলাদেশের জন্মের আগে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের জন্ম হয়েছে। সেই জায়গা থেকে যে অধ্যাদেশ জারি হয়েছে, আমাদের বড় ভাইয়ের তাদের শিক্ষার গুনগত মান, ভালো শিক্ষক চেয়েছেন। সেই দাবিকে প্রাধান্য দিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। যে মডেল প্রকাশ করা হয়েছে, সেটি হলো স্কুল ও অনুষদভিত্তিক সিস্টেম।’

তিনি বলেন, ‘আমরা ঢাকা কলেজে বড় হয়েছি। অনার্সের বড় ভাইয়েরাও যেমন ঢাকা কলেজের অংশীদার, আমরাও অংশীদার। আমরা বিভিন্ন জায়গায় তথ্য কালেক্ট করি, খসড়াতে কি আছে জানতে চাই। অংশীদারিত্বের যে আলোচনা আছে, তা তো হয়নি। সেন্ট্রাল ইউনিভার্সিটির মডেলে আমাদের অসুবিধা আছে। আমাদের কথা তো শুনতে হবে। বিশ্ববিদ্যালয় হোক, কিন্তু এই মডেলে না হয়ে অন্য মডেলে বা প্রসেসের বিষয়ে আলাপ করতে পারি।’

আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে, ক্লাসসহ সব কার্যক্রম বন্ধ

তিনি আরও বলেন, ‘স্কুলিং সিস্টেম করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় স্থাবর-অস্থাবর সম্পত্তি অধিগ্রহণের ক্ষমতা রাখবে। অন্য কোথাও জায়গা কেনার কথা বলা হচ্ছে। কিন্তু অনুষদ তো ঢাকা কলেজে করা হবে। এখানকার জমিও ব্যবহার করবে। সেক্ষেত্রে ইন্টারমিডিয়েটের জায়গা কোথায় হবে?’

এসব জানতে চান জানিয়ে তিনি বলেন, ‘তারা বলেছেন, সব মতামত পর্যালোচনা করে সবার সঙ্গে বসবে। এটা আমাদের জন্য আশার বাণী। এটি যেন দ্রুত কার্যকর হয়। আমরা ঘরে ফিরতে চাই। আমরা মাঠে থাকতে চাই না, লেখাপড়ায় ফিরতে চাই। দ্রুত যেন আমাদের সঙ্গে আলোচনা করে এর সমাধান করা হয়।’


সর্বশেষ সংবাদ