বাঙলা কলেজে গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়কের দায়িত্বে আশরাফুল, সদস্য সচিব সৈকত 

২১ জুন ২০২৫, ১০:১৯ AM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৯:১০ PM
আহ্বায়ক আশরাফুল ও সদস্য সচিব সৈকত 

আহ্বায়ক আশরাফুল ও সদস্য সচিব সৈকত  © টিডিসি

সরকারি বাঙলা কলেজে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্রথমবারের মত এক বছর মেয়াদী আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

নবঘোষিত কমিটিতে মো. আশরাফুল ইসলাম রাব্বিকে আহ্বায়ক এবং শাওন আহমেদ সৈকতকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও, মিজানুর রহমানকে মুখ্য সংগঠক এবং সুশানু ইসলাম দোলাকে মুখপাত্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

কমিটি গঠনের ক্ষেত্রে নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং শিক্ষার্থীদের প্রতি বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কমিটির প্রতিটি সদস্যই তাদের নিজ নিজ অবস্থান থেকে ক্যাম্পাসে একটি ইতিবাচক এবং অংশগ্রহণমূলক ছাত্র রাজনীতি গড়ে তুলতে বদ্ধপরিকর।

দায়িত্বপ্রাপ্ত সদস্য সচিব শাওন আহমেদ সৈকত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, বাঙলা কলেজ সংসদের সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করায় কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্য সচিব এবং মুখ্য সংগঠকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২৪'র সকল শহিদদের স্মরণ করে বলতে চাই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা গণতন্ত্রের প্রয়োগ এবং সুস্থ রাজনৈতিক চর্চা আমরা এই ক্যাম্পাসে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাবো। তারই ধারাবাহিকতায় “ছাত্রদের কল্যাণে ছাত্ররাজনীতি” এই লক্ষ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ , বাঙলা কলেজ শাখা কাজ করে যাবে এই অঙ্গীকার করছি। নতুন এই আহ্বায়ক কমিটি আগামী এক বছর ধরে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে বিভিন্ন সাংগঠনিক ও কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করবে। 

সংগঠনটির পক্ষ থেকে নবনিযুক্ত কমিটির সকল সদস্যকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আশা করা হচ্ছে, এই নতুন নেতৃত্ব গণতান্ত্রিক ছাত্র রাজনীতির ধারাকে শক্তিশালী করে শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে এক কার্যকর ভূমিকা পালন করবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের বিএড ব্যাচ বাতিল 
  • ১৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় চুরি যাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে স্বর্ণাংকার ও টাকা উদ্…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে এসএমসি, আবেদন শেষ ৬ ফেব্রুয়ারি
  • ১৮ জানুয়ারি ২০২৬
নবীগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকের
  • ১৮ জানুয়ারি ২০২৬
ছাত্র আন্দোলনে উত্তাল ইউরোপের এক দেশ
  • ১৮ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9