গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা কলেজ শাখার আহ্বায়ক আফজাল, সদস্যসচিব সজীব

আহ্বায়ক আফজাল ও সদস্যসচিব সজীব
আহ্বায়ক আফজাল ও সদস্যসচিব সজীব  © সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা কলেজ শাখার ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে ঢাকা কলেজ ইংরেজি বিভাগের ২০২০-২১ সেশনের মো. আফজাল হোসেনকে আহ্বায়ক ও একই সেশনের প্রাণিবিদ্যা বিভাগের মো.সজীব উদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। 

সোমবার (০২ জুন) রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন: অশুভ চক্রের এজেন্ডা বাস্তবায়নে ডাকসু পেছানোর অপচেষ্টা চলছে: ঢাবি শিবির সভাপতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা কলেজ শাখার নিম্নোক্ত আহ্বায়ক কমিটি এক (০১) বছরের জন্য অনুমোদিত হলো। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন ফয়সাল প্রধান ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব হয়েছেন জাহাঙ্গীর আলম। মাসকাওয়াত হাসান তামিমকে মুখ্য সংগঠক এবং মুখপাত্র করা হয়েছে আশরাফুল ইসলাম হাফিককে। এছাড়াও যুগ্ম আহ্বায়ক হয়েছেন ৯ জন, যুগ্ম সদস্য সচিব ১৩ জন, সংগঠক ১৬ জন ও ২৫ জনকে ছাত্র সংগঠনটির সদস্য করা হয়েছে।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা কলেজ শাখার নতুন আহ্বায়ক মো. আফজাল হোসেন বলেন, আমাকে আহ্বায়ক হিসেবে মনোনীত করায়  আমি  দায়িত্বশীলদের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা এই সংগঠনে থেকে শিক্ষার্থীবান্ধব ছাত্ররাজনীতিটা করতে চাই। শিক্ষার্থীদের যেকোনো ন্যায্য অধিকারের প্রতি আমাদের সমর্থন থাকবে। চলমান শিক্ষার্থীদের যেকোনো দাবি দাওয়া আদায়ে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা কলেজ শাখার সদ্য ঘোষিত সদস্য সচিব মো. সজীব উদ্দিন বলেন, শিক্ষা ঐক্য মুক্তি এই স্লোগানে ও জুলাই গণঅভ্যুত্থানের মূলধারাকে ধারণ করে গড়ে উঠা ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ।  ঢাকা কলেজ শাখার সদস্য সচিব হয়ে মনে করছি যে ভবিষ্যতে শিক্ষার্থীদের সকল যৌক্তিক কাজে এগিয়ে আসার সুযোগ তৈরি হয়েছে। যা যথার্থ রাখার অঙ্গীকার করছি। ক্যাম্পাসকেন্দ্রীক সঠিক ছাত্ররাজনীতি ও ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাণের দাবি দাওয়াগুলো নিয়ে আমরা সবসময় সোচ্চার থাকব।


সর্বশেষ সংবাদ