সংবাদ সম্মেলনে প্রশাসন

হামলায় জড়িত সেনাবাহিনী-পুলিশও, ঢাকা কলেজের দেড়শতাধিক শিক্ষার্থী আহত

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © টিডিসি ফটো

রাজধানীর সায়েন্সল্যাব এলাকার পাশাপাশি দুই শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঢাকা কলেজের দেড়শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটির প্রশাসন। আজ বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় কলেজ প্রশাসন। 

কলেজ প্রশাসন সিটি কলেজের সন্ত্রাসীদের পাশাপাশি এ হামলায় জড়িত সেনাবাহিনী-পুলিশ সদস্যদের বিচার দাবি করেছেন। সংবাদ সম্মেলনে ৯টি দাবির কথা জানানো হয়। তাদের দাবিগুলো হল-

১) দেড়শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এমনকি শিক্ষকরাও আহত হয়েছেন;

২) আমাদের স্থাপনা সেনাবাহিনী সরাসরি হামলা ও ভাংচুর করেছে। যা আমাদের জন্য লজ্জানজক। এ হামলায় সংশ্লিষ্ট জড়িত প্রশাসনের উর্ধ্বত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

৩) বিশেষ করে, দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছে তাদের পদত্যাগ করতে হবে;

৪) ইতিপূর্বে সকল বিশৃঙ্খলার সাথে সিটি কলেজ কতিপয় সন্ত্রাসী শিক্ষার্থীরা দোষী সাবস্ত হওয়ায় এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে স্থানান্তর করতে হবে;

৫) সিটি কলেজের যেসকল শিক্ষকরা এই নিন্দনীয় ঘটনা সরাসরি নির্দেশ ও জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে;

৬) এই ঘটনায় সুষ্ঠু তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বশরীরে ক্যাম্পাসে এসে পরিদর্শন করতে হবে;

৭) এই হামলায় জড়িত সেনা ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে।

৮) বৈষম্যবিরোধী আন্দোলনে সাত শিক্ষার্থী নিহত হয়েছেন এবং শত শিক্ষার্থী আহত হয়েছেন তাই পরিকল্পিতভাবে ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা করে বর্তমান সরকারকে ব্যর্থ করার পরিকল্পনা করা হয়েছে। যাতে সরাসরি সিটি কলেজ এ পুলিশ জড়িত ছিল;

৯) ঢাকা কলেজের ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে ২৪ ঘণ্টার মধ্যে এই সকল দাবি দাওয়া মেনে নিয়ে ঢাকা কলেজ শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence