আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ

ছাত্রীকে বিয়ে করে গভর্নিং বডি থেকে পদত্যাগ করলেন মুশতাক

২৬ আগস্ট ২০২৩, ০৬:৫০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
খন্দকার মুশতাক আহমেদ

খন্দকার মুশতাক আহমেদ © সংগৃহীত

রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদ পদত্যাগ করেছেন। শনিবার (২৬ আগস্ট) খন্দকার মুশতাক আহমেদ এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) গভর্নিং বডির সভাপতি বরাবর তার পদত্যাগ পত্র জমা দেন তিনি।

শনিবার (২৬ আগস্ট) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের স্বাক্ষরের পর এ-সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করা হয়।

আদেশে বলা হয়, ‘আসামি খন্দকার মুশতাক আহমেদকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালনে এবং ওই স্কুল অ্যান্ড কলেজের কম্পাউন্ডের ভেতরে প্রবেশে বারিত (নিষিদ্ধ) করা হলো।’

আরও পড়ুন: আইডিয়ালে যেতে পারবেন না ছাত্রীকে বিয়ে করা মুশতাক

গত ২০ আগস্ট ছাত্রীর বাবার করা ধর্ষণ মামলায় গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের জামিন বহাল রাখেন চেম্বার আদালত। তবে আদালত বলেছেন, মুশতাক আহমেদ গভর্নিং বডির কোনও কর্মকাণ্ড ও মিটিংয়ে অংশ নিতে পারবেন না।

গত ১৭ আগস্ট মুশতাক আহমেদকে বিয়ে করা আইডিয়ালের ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে মুশতাককে আগাম জামিন দেন আদালত।

প্রসঙ্গত, গত ১ আগস্ট কলেজছাত্রীকে প্রলোভন ও ধর্ষণের অভিযোগে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে প্রধান আসামি করে মামলা করা হয়। মামলার অন্য আসামি হলেন ওই কলেজের অধ্যক্ষ ফাওজিয়া রাশেদী। কলেজছাত্রীর বাবা মো. সাইফুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।

‘যাদের ৩৯ জন এমপি প্রার্থী ঋণখেলাপি, তারা দেশকে দুর্নীতিমুক…
  • ২৫ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে বিএনপির মিছিলে কিশোরের মৃত্যু, হাসপাতালে ২
  • ২৫ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জামায়াতে ইসলামীর সর্বকনিষ্ঠ প্রার্থী আমির হামজা
  • ২৫ জানুয়ারি ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, সময় বাড়ল আবেদনের
  • ২৫ জানুয়ারি ২০২৬
বদলির সংশোধিত নীতিমালা নিয়ে সর্বশেষ যা জানাল শিক্ষা মন্ত্রণ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
আবারও পেছাল হাদি হত্যার তদন্ত প্রতিবেদন
  • ২৫ জানুয়ারি ২০২৬