৯টি সাধারণ বোর্ড ও মাদ্রাসা বোর্ড

এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে জিপিএ-৫ পেলেন ৩৭৩ জন

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষিত ফলাফল প্রকাশ
উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষিত ফলাফল প্রকাশ  © সংগৃহীত

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণে সারাদেশে প্রায় তিন হাজার শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এই পুনঃনিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৭৩ জন শিক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৪১৯ জন এবং ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন শিক্ষার্থী। এছাড়া বিভিন্ন গ্রেডে আরও দুই হাজার ৮৮২ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

আজ শুক্রবার (১০ মার্চ) পুনঃনিরীক্ষণের এই ফলাফল প্রকাশ করা হয়েছে। দেশের ৯টি সাধারণ বোর্ডসহ মোট ১১টি শিক্ষাবোর্ডের মধ্যে ১০টি বোর্ডের প্রকাশিত পুনঃনিরীক্ষিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। তাছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল এখনো বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

পুনঃনিরীক্ষণের জন্য আবেদনকৃত উত্তরপত্রের চারটি দিক পুনঃনিরীক্ষণ করা হয়। এগুলো হলো— উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না, প্রাপ্ত নম্বরের হিসেব ঠিক হয়েছে কি না, প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না এবং প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না। তবে পরীক্ষক কোনো প্রশ্নের উত্তরের জন্য যে নম্বর দিয়ে থাকেন সেটি পরিবর্তনের সুযোগ নেই বলে বোর্ডের কর্মকর্তারা জানান।

আরও পড়ুন: এডভোকেট হলেন আইন বিভাগের প্রথম ব্যাচের ১২ শিক্ষার্থী

সংশ্লিষ্টরা বলেন, পরীক্ষকদের উদাসীনতায় পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফলে এ ধরনের ঘটনা ঘটছে। এতে অনেকেই তার কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হন। তবে প্রতি বছরই এ ঘটনা ঘটলেও দায়ী শিক্ষকরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। অল্প সময়ে ফল প্রকাশ করতে গিয়ে পরীক্ষকদের দ্রুত সময়ে খাতা মূল্যায়ন করার একটা চাপ থাকে। এ চাপ সামলাতে গিয়ে পরীক্ষকরা এ ভুল করছেন বলেও মনে করেন তারা।

এ প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন, করোনার পর এবার বেশি বিষয়ে পরীক্ষা হয়েছে। সংগত কারণে এবার পুনর্নিরীক্ষণে আবেদন বেশি পড়েছে। এটাতে অস্বাভাবিক কিছু দেখছি না। তবে অন্য বছরের তুলনায় বেশি হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: ক্যাম্পাসেই ছিনতাইকারীর কবলে ঢাবি অধ্যাপক

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন এবং  এক লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পান। মোট ১১ লাখ ৭৬ হাজার ২৮২ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

বোর্ডভিত্তিক ফলাফল পরিবর্তনের চিত্র
পুনঃনিরীক্ষণের ফলাফলে ঢাকা শিক্ষাবোর্ডে ৯১৩ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন পরীক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছেন ১৪৫ জন পরীক্ষার্থী। এ বোর্ডে ৩১ হাজার ৫৭৪ শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন।

রাজশাহী বোর্ডে ৮৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন আর ফেল থেকে পাস করেছেন ২৪ জন পরীক্ষার্থী।

দিনাজপুর বোর্ডে ১৬৬ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৯ জন এবং ফেল থেকে পাস করেছেন ৬৪ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন: অধ্যাপক জাফর ইকবালের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক

যশোর বোর্ডে ৯৩ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন আর ফেল থেকে পাস করেছেন ৪৩ জন শিক্ষার্থী।

বরিশাল বোর্ডে ৮৭ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০ জন এবং ফেল থেকে পাস করেছেন ২০ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫৭ জন পরীক্ষার্থী আর ফেল থেকে পাস করেছেন ৭৪ জন শিক্ষার্থী।

সিলেট বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১ জন পরীক্ষার্থী আর ফেল থেকে পাস করেছেন ১৯ জন শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩২ জন পরীক্ষার্থী আর ফেল থেকে পাস করেছেন ৪৪ জন এবং ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন একজন পরীক্ষার্থী।

আরও পড়ুন: রবি অথবা সোমবারে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল

ময়মনসিংহ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন পরীক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছেন ৭ জন শিক্ষার্থী।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ফলাফল পরিবর্তন হয়েছে ৪৯ জন শিক্ষার্থীর। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন পরীক্ষার্থী এবং ফেল থেকে পাস করেছেন ১৫ জন শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence