বিএনপির একাংশ নেতাকর্মীরা মিষ্টি খাওয়াচ্ছেন © টিডিসি
পটুয়াখালীর দশমিনা ও গলাচিপা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্তির খবরে স্থানীয় বিএনপির একাংশ নেতাকর্মীদের মধ্যে উল্লাস দেখা গেছে। এ উপলক্ষে তারা খুশিতে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছেন। কমিটি বিলুপ্ত হওয়ায় তারা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে আরও জোরালোভাবে কাজ করতে পারবে বলে জানান।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ৮টার দিকে গলাচিপা পৌর শহরের খুলনা দুই ঘর মিষ্টির দোকানের সামনে ও আমখোলা ইউনিয়নের বাজারে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন ও মিষ্টিমুখ করে উল্লাস করেন এসব নেতাকর্মী।
এ সময় নেতাকর্মীরা জানান, কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত তাদের জন্য নতুনভাবে সংগঠিত হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ সৃষ্টি করেছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তারা প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড চালাতে পারেননি। এখন কমিটি না থাকায় কোনো বাধা ছাড়াই তারা বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে সরাসরি মাঠে কাজ করতে পারবেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী না দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এ সিদ্ধান্ত মেনে না নিয়ে স্থানীয় বিএনপির একটি অংশ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সদ্য বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছিলেন। এ প্রেক্ষাপটে কেন্দ্রীয় বিএনপি সংশ্লিষ্ট গলাচিপা-দশমিনার দুই উপজেলা ও গলাচিপা পৌর কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়।
নিজেদের কমিটি বিলুপ্ত হওয়ায় বিএনপির নেতাকর্মীরাই প্রকাশ্যে মিষ্টি বিতরণ করে উল্লাস করেন। তারা জানান, শুরু থেকেই তারা হাসান মামুনের পক্ষে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। কমিটি না থাকায় এখন কোনো সাংগঠনিক বাধা ছাড়াই তারা নির্বাচনী মাঠে কাজ করতে পারবেন বলেও ঘোষণা দেন এবং হাসান মামুন সর্বদলীয় জনগণের মনোনীত প্রার্থী।
গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন,দল অনেক দেরিতে আমাদের কমিটি বিলুপ্ত করেছে। আমাদের নেতা বহিষ্কার হয়েছেন, কমিটি বিলুপ্ত হয়েছে—এতে আমরা খুশি। তারপরও আমরা হাসান মামুনের পক্ষে কাজ করব।
এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, ‘বিএনপি একটি বৃহৎ সংগঠন। দলের দুঃসময়ে যারা দলের পাশে ছিলেন, তারা অবশ্যই ধানের শীষের পক্ষে কাজ করছেন এবং করবেন। যেসব কমিটি বিলুপ্ত বা স্থগিত করা হয়েছে, সেখানে পক্ষ-বিপক্ষের বিষয় থাকায় কেন্দ্রীয় বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে। আশা করি, সবাই দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবে।’
উল্লেখ্য, বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক নূরের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ না করে স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা হাসান মামুনের পক্ষে অবস্থান নেওয়ায় গলাচিপা উপজেলা, গলাচিপা পৌর ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। শনিবার (১৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা পটুত্ব জেলা বিএনপিকে জানানো হয়।