এবি পার্টির মঞ্জুর টক শো থেকে আয় ৫ লাখ ৮০ হাজার টাকা

০৩ জানুয়ারি ২০২৬, ০১:২৩ PM
মজিবুর রহমান মঞ্জু

মজিবুর রহমান মঞ্জু © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। হলফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ১১ লাখ ৮৩ হাজার ১৪৩ টাকা। ২০২৫–২৬ অর্থবছরের আয়কর রিটার্নে উল্লেখ করা হয়েছে, বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৫৫ লাখ ২২ হাজার ৭১৫ টাকা। অতীতে চাকরিজীবী থাকলেও বর্তমানে তিনি ব্যবসার সঙ্গে যুক্ত। এই নির্বাচনের মাধ্যমেই তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। হলফনামায় মজিবুর রহমান মঞ্জু শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে ৩ হাজার ১৪৩ টাকা, ব্যবসা থেকে ৬ লাখ টাকা ও অন্যান্য উৎস হিসেবে টেলিভিশন টক শো থেকে ৫ লাখ ৮০ হাজার টাকা বার্ষিক আয় দেখিয়েছেন।

হলফনামায় ১৯ লাখ ৪১ হাজার ২১৬ টাকা অস্থাবর সম্পদের কথা উল্লেখ করেছেন মঞ্জু। এর মধ্যে নগদ টাকা ৩ লাখ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৬ লাখ ৯৩ হাজার ২১৬ টাকা, বন্ড, ঋণপত্র, স্টক একচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার রয়েছে ৩ লাখ ৯৮ হাজার টাকা, ১০টি ইলেকট্রনিক পণ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা ও ১২টি আসবাবপত্রে ২ লাখ টাকা দেখানো হয়েছে। অর্থের পরিমাণ উল্লেখ না করে তার ১৫ ভরি স্বর্ণালংকারের কথা উল্লেখ করা হয়েছে। 

এ ছাড়া মঞ্জুর স্ত্রী হোছনারা বেগম পূর্বে শিক্ষকতা পেশায় থাকলেও বর্তমানে গৃহিণী হিসেবে উল্লেখ করা হয়েছে। তার অস্থাবর সম্পদ হিসেবে ইসলামী ব্যাংকে ২ লাখ টাকা এবং বন্ড, ঋণপত্র, স্টক একচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন কোম্পানির শেয়ার রয়েছে ৫০ হাজার টাকা। তবে তার কোনো স্বর্ণালংকার নেই। 

মজিবুর রহমান মঞ্জুর স্থাবর সম্পদ হিসেবে ১০ লাখ টাকার ২৭ শতাংশের অকৃষি জমির কথা উল্লেখ করা হয়েছে। তিনি প্রবাসী আত্মীয়ের কাছে ১৫ লাখ ৩৯ হাজার ৪৩৬ টাকা দেনা রয়েছেন বলেও উল্লেখ করেন।

হলফনামায় মজিবুর রহমান মঞ্জু নামের কিছু অংশ পরিবর্তন করে মোহাম্মদ মজিবুর রহমান ভূঞা উল্লেখ করেছেন। তিনি ১৯৭২ সালে ৫ মার্চ জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কোব্বাদুর রহমান ভূঞা, মা রাহেরা আক্তার। তার স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে ফেনী সদর উপজেলার শর্শদি এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে তিনি রাজধানীর ধানমন্ডিতে বসবাস করছেন। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে এমএসএস। 

উল্লেখ্য, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দমন–নির্যাতনের রাজনীতির কারণে কারাভোগ করতে হয় মজিবুর রহমান মঞ্জুকে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি নিজ জেলা ফেনীতে নিয়মিতভাবে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। এদিকে ফেনী-২ আসনে তার প্রতি সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬