কৈয়ারবিলে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ © সংগৃহীত
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা অ্যান্ড মডেল স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ বিরাজ করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) এ বই বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালকবৃন্দ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ, এলাকার মান্যগণ্য ব্যক্তি এবং অভিভাবকবৃন্দ।
এসময় শিক্ষক আজিজুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ অনুষ্ঠান শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা আশা করি, শিক্ষার্থীরা বইয়ের মাধ্যমে নিজেরা সৃজনশীল ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে উঠবে।
বক্তারা শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সঠিকভাবে বই ব্যবহারের গুরুত্ব ও শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে বই হাতে নিয়ে আনন্দ প্রকাশ করেন। শিক্ষক ও অভিভাবকরা প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।