ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন জুলাই যোদ্ধা সুমন

মো: সুমন
মো: সুমন  © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মো: সুমন। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী হরিপুর উপজেলা এবং রাণীশংকৈল উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে এই আসনটি গঠিত। আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে মো: সুমনের পক্ষে তার সমর্থকগণ মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি মো: সুমন নিজেই আমাদেরকে নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো: সুমন ছাত্র রাজনীতির সাথে যুক্ত ২০১৮ সাল থেকেই।২০১৮ সালের কোটা আন্দোলন, সড়ক আন্দোলন, অধিভুক্ত বাতিল আন্দোলন সহ একাধিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।সর্বশেষ জুলাই অভূর্থানে সম্মুখসারীর ছাত্র নেতাদের একজন ছিলেন সুমন।আন্দোলন চলাকালীন বুয়েট ক্যাম্পাস এলাকায় রাবার বুলেট বিদ্ধহন।২৩ জুলাই শাহবাগ এলাকা থেকে পুলিশের হাতে আটক হন তিনি।আন্দোলনের পলিসি মেকিং, খাবার সরবরাহ, বিভিন্ন রশদ সরবরাহ সহ ৪ই আগস্ট ঢাকায় ৫০০০ আন্দোলনকারীর থাকা খাওয়ার ব্যবস্থা করে সেই সময় প্রশাসনের হিট লিস্টে চলে আসেন তিনি।

৫ই আগস্ট সরকার পতনের পরেই নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দেন তিনি। পরবর্তী ঠাকুরগাঁও ২ আসন এলাকায় তিনি সামপ্রদায়িক দাঙ্গা মোকাবিলায় মোরাল পুলিশিং এর কাজ করেন।আইনশৃঙ্খলা কমিটির সাথে যুক্ত হয়ে এলাকা নিয়ে কাজ করেন।

২০২০ সাল থেকেই ঠাকুরগাঁও জেলাকে নিয়ে বিভিন্ন উন্নয়নমুলক কাজ করেছেন তিনি।অসহায় রোগীদের চিকিৎসা, শিক্ষাবৃত্তি প্রদান, করোনাকালীন ৫০০০ হাজার অধিক পরিবারে ত্রাণ সরবরাহ, প্রতিবছর  শীতকালীন কম্বল ও বস্ত্র বিতরণ সহ নানামুখী সামাজিক উন্নয়ন মুলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন তিনি।

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি জানান, তরুণরা এদেশকে এক করুণ পরিস্থিতি থেকে উদ্ধার করে এই নির্বাচন হওয়ার একটা সুযোগ তৈরি করেছে। দেশের ৫ কোটি তরুণদের হয়ে সংসদে কথা বলার মতো প্রতিনিধি প্রয়োজন। দীর্ঘ ৪০ বছর এই আসন জিম্মি ছিলো।উন্নয়ন থেকে যোজন যোজন দুরে থাকা ঠাকুরগাঁও-২ আসনের জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিত, অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক সমতা ও সমাজে বৈষম্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি আশাবাদী আমার ঠাকুরগাঁও-২ আসনের আপামর জনতা দীর্ঘদিনের অচলায়তন ভেঙ্গে আমাকে সংসদে তাদের হয়ে কথা বলার জায়গা করে দিবেন।

ঠাকুরগাঁও-২ আসনে ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার জন। এই আসনে এখন পর্যন্ত ৬ রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!