মধ্যরাতে তালাবদ্ধ ঘরে দুর্বৃত্তের আগুন, পুড়ে মরলো শিশু
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ AM
লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে আট বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন একই পরিবারের তিন সদস্য। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চরমনসা গ্রামের সুতারগোপ্টা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম আয়েশা আক্তার সানজু। তিনি ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও কীটনাশক ব্যবসায়ী বেলাল চৌধুরীর মেয়ে। অগ্নিদগ্ধ অবস্থায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বেলালের দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭) ও সামিয়া আক্তার বিথী (১৪)। বেলাল চৌধুরী নিজেও দগ্ধ হয়েছেন।
বেলাল চৌধুরী ওই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন।
বেলালের মা হাজেরা বেগম জানান, রাতে শুয়ে পড়ার কিছুক্ষণ পর জানালা দিয়ে তিনি ছেলের টিনশেড ঘরে আগুন জ্বলতে দেখেন। দ্রুত বের হয়ে চিৎকার শুরু করেন। কিন্তু ঘরের দুই দরজায় তালা থাকায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি। একপর্যায়ে বেলাল দরজা ভেঙে বেরিয়ে আসেন। বেলালের স্ত্রী নাজমা দুই হাতে চার মাস বয়সী আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন।
তিনি আরও জানান, ঘরের একটি কক্ষে সালমা, সামিয়া ও সানজু ঘুমিয়ে ছিল। আগুন লাগার পর দুজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও ছোট মেয়ে সানজুকে আর বের করা যায়নি। সে ঘরের ভেতরেই পুড়ে মারা যায়। আগুনে ঝলসে যান বেলালও।
পরিবারের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে টিনশেড ঘরের দুই দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি তারা।
বেলালের ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তার জানান, আগুনের বিষয়টি বুঝতে পেরে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তারা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত দুই মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে এবং আরও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, এই ঘটনা নিন্দনীয় ও মর্মান্তিক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হচ্ছে।