মাদক সেবনের অভিযোগে মায়ের করা মামলায় কারাগারে যাওয়া তরুণের ছবি দিয়ে অপপ্রচার
- দ্য ডিসেন্ট
- প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩২ AM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ AM
হাতকড়া পরা এক কিশোরের একটি ভিডিও সম্প্রতি আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেইজে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভিডিওটির সঙ্গে দাবি করা হয়, 'মা আওয়ামী মহিলা লীগের নেত্রী। তাকে ধরতে না পেরে পুলিশ ৭ম শ্রেণিতে পড়ুয়া ১৩ বছরের শিশুকে হাতকড়া পরিয়ে ধরে নিয়ে গেছে।'
তবে দ্য ডিসেন্ট এর অনুসন্ধানে উঠে এসেছে, এই দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য।
অনলাইনে অনুসন্ধান করে দ্য ডিসেন্ট ভিডিওটির দুটি আলাদা ভার্সন পেয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটি প্রথম প্রকাশ করেন একুশে টেলিভিশনের ঢাকা আদালত প্রতিবেদক আরিফুল ইসলাম। তিনি গত ১৫ ডিসেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন। পোস্টটির ক্যাপশনে লেখা ছিল 'মায়ের মামলায় ছেলে কারাগারে'। পোস্টের লিংক: https://www.facebook.com/reel/2359474507847090
একই ঘটনার আরেকটি ভিডিও একই দিনে প্রকাশ করে অনলাইন সংবাদমাধ্যম বার্তা ২৪। সেখানেও ক্যাপশন ছিল 'মায়ের মামলায় ছেলে কারাগারে'। ভিডিও লিংক: https://www.facebook.com/reel/2054673192070580
এই ভিডিওটি ধারণ করেন বার্তা ২৪–এর আদালত প্রতিবেদক সোহানুর রহমান।
আরিফুল ইসলাম ও সোহানুর রহমান উভয়েই দ্য ডিসেন্টকে জানিয়েছেন, তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাৎক্ষণিকভাবে ভিডিও ধারণ করেন। সে সময় পুলিশের কাছে জানতে চাইলে তারা শুধু জানান, ছেলেটিকে তার মায়ের দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্য কোনো তথ্য পুলিশ সদস্যরা দেননি।
সোহানুর রহমান আরও জানান, পরবর্তীতে খোঁজ নিয়ে তিনি জানতে পারেন ঘটনাটি খিলগাঁও এলাকার।
এ বিষয়ে দ্য ডিসেন্ট খিলগাঁও থানার সঙ্গে যোগাযোগ করলে থানার ডিউটি অফিসার জানান, ছেলেটির নাম বিজয়। তার বাবা মৃত নিজাম কাজী। সম্প্রতি বিজয়ের মা জাহানারা বেগম আদালতে ছেলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর সিআর ৭৪৪/২৫।
ডিউটি অফিসার আরও জানান, খিলগাঁও এলাকায় মাদক সেবন ও চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা জাহানারা বেগম নিজেই তার ছেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।