দুই সাংবাদিকের ওপর বিএনপি প্রার্থীর সমর্থকদের হামলার বিচার দাবি

মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়
মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়  © টিডিসি ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই সাংবাদিকের ওপর বিএনপির সংসদ সদস্য প্রার্থী আমিনুল হকের সমর্থকদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিটিজেএ) উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। তবে এসব ঘটনার বেশির ভাগ ক্ষেত্রেই সঠিক তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হয় না। গোমস্তাপুরে দুই সাংবাদিককে হামলা ও লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

গত ২৭ নভেম্বর রাত ৮টার দিকে গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের কর্মসূচির সংবাদ সংগ্রহকালে সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টিভির সোহান মাহমুদের ওপর হামলা চালানো হয়। চাঁপাইনবাবগঞ্জ–২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আমিনুল ইসলামের সমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ ওঠে। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাদের ধাক্কাধাক্কি, লাঞ্ছিত ও মারধরের শিকার হতে হয়। হামলাকারীরা তাদের ব্যবহৃত ক্যামেরাও ভাঙচুর করে।

মানববন্ধনে সিটিজেএর সহ-সভাপতি একেএস রোকনের সভাপতিত্বে বক্তব্য দেন যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক ফরহাদ হোসেন এবং শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলামিন। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন অ্যাডভোকেট নূরে আলম আসাদ। বক্তারা ঘটনাটি নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার জোর দাবি জানান।


সর্বশেষ সংবাদ