পেটিসে তেলাপোকা: বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিকার

পেটিসে তেলাপোকা
পেটিসে তেলাপোকা  © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার টিএ রোড বাজারে একটি পেটিসের ভেতর তেলাপোকা পাওয়ার অভিযোগে শাহী বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার অভিযোগ পেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এবং জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় শহরের টিএ রোড বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করে।

জানা যায়, সিরাজুল উলুম তালিমুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থীরা টিএ রোড এলাকার মেসার্স শাহী বেকারি থেকে পেটিস কিনলে খাবারের ভেতরে তেলাপোকা দেখতে পান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে মাদ্রাসার পক্ষ থেকে উপজেলা ভোক্তা অধিকার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম ওই প্রতিষ্ঠানে অভিযানে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। বেকারির ভেতরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ, অপরিষ্কার উৎপাদন ব্যবস্থা এবং যত্রতত্র তেলাপোকার বিচরণ পরিলক্ষিত হয়।

পরবর্তীতে প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর মো. মোছলেহ উদ্দিনকে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুটি ধারায় মোট ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে অভিযোগের ঘটনায় ৪০,০০০ টাকা এবং অস্বাস্থ্যকর ও অপরিষ্কার পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ৬০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের সময় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুতের জন্য নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

 

 

 

 

 


সর্বশেষ সংবাদ