কপালে গুলি খেয়েছি, তবু মাথা নত করিনি : এ্যানি চৌধুরী
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৭:৪৪ PM
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আন্দোলন-সংগ্রামে যুক্ত থেকে বহুবার নির্যাতনের শিকার হয়েছেন তিনি। ছাত্রজীবনে কপালে গুলিও খেতে হয়েছে। তবু অন্যায়ের কাছে মাথা নত করেননি।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী এ-রব উচ্চবিদ্যালয় মাঠে নারীদের সঙ্গে এক উঠান বৈঠক ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, ‘আমি একা নির্যাতিত হইনি। বিএনপির রাজনীতির সঙ্গে যারা জড়িত, তারাও একই নির্যাতন সহ্য করেছেন। ফ্যাসিস্ট হাসিনা কি পেরেছে আমাদের দমিয়ে রাখতে? ১৭ বছর অত্যাচার–নির্যাতন সহ্য করেছি। আমার দুই ছেলে পর্যন্ত এই নির্যাতন থেকে রেহাই পায়নি।’
নারীদের দায়িত্ব ও ভূমিকার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘সমাজকে আলোকিত করতে পুরুষের পাশাপাশি নারীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কৃষিকাজ থেকে শুরু করে সব অঙ্গনেই নারীদের অংশগ্রহণ প্রশংসিত। সচেতন নারীরাই একটি সমাজকে বদলে দিতে পারে।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রসঙ্গ তুলে এ্যানি বলেন, ‘স্বৈরাচার সরকার শেখ হাসিনা বছরের পর বছর আপসহীন নেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছে। উন্নত চিকিৎসার সুযোগ দেয়নি। খাবারের সঙ্গে বিষ মেশানোর মতো অমানবিক আচরণও করা হয়েছে, যেন তিনি সুস্থ না হতে পারেন। ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এখন তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সবার কাছে দোয়া চাই।’
উঠান বৈঠকে এ্যানির সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমি ভূঁইয়া, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকনসহ অনেকে।