বিএনপির রাজনীতির মধ্যে রংধনু রয়েছে: এ্যানি

০৬ নভেম্বর ২০২৫, ০২:০৯ PM
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা একে অপরের সঙ্গে এক দেশেই বাস করছি, এক ভূখণ্ডে আছি। এখানে ধর্ম, বর্ণ বা জাতিগত ভেদাভেদ নেই। সবাই আমরা বাংলাদেশি। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিষ্টান, আবার মারমা, চাকমা সবাই আছি। এটি একটি রংধনু, যার সাতটি রঙ রয়েছে।

তিনি বলেন, বিএনপির রাজনীতিতেও সেই রংধনুর প্রতিফলন রয়েছে। সব ধর্মের মানুষের সম্মান রক্ষা আমাদের রাজনৈতিক আদর্শ। এটি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, যার ভিত্তিতে আমরা আমাদের গ্রামাঞ্চলে সহজ, স্বাভাবিক রাজনীতি করে থাকি। বুধবার (৫ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ গ্রামে শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবাশ্রমে আয়োজিত অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ ও মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, ফেব্রুয়ারিতে ধানের শীষ নিয়ে আমাদেরকে আবারও নির্বাচনে লড়তে হবে। আগেও ধানের শীষকে বিজয়ী করেছি, এবারও আপনাদের সমর্থন নিয়ে ধানের শীষকে জিতিয়ে আনব। কারণ ধানের শীষ সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, অথচ কেন তাকে বারবার মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হবে? কেন তাকে নিগৃহীত করা হবে? আজও তিনি সুস্থ না হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ও বাসায় আসা-যাওয়া করছেন, তবুও তিনি সম্মানিত ও শ্রদ্ধেয়। খালেদা জিয়া আমাদের শক্তি, আমাদের প্রেরণা। তার এই শক্তি থেকেই আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়েছি এবং এ ঐক্য অটুট থাকবে। একসঙ্গে থাকার কারণে কোনো সম্প্রদায়ের কেউ একে অপরকে আঘাত করতে পারবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক রাষ্ট্র, যেখানে সব ধর্মের মানুষ বাস করেন। ধর্মের প্রতি সম্মান আমাদের রাজনীতিতেও প্রতিফলিত হয়, যা প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনৈতিক দর্শনের মাধ্যমে রেখে গেছেন। বিএনপিকে বলা হয় গণমানুষের দল, আর প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয় গণমানুষের নেতা। বিএনপির রাজনীতিতে কোনো ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ, দখলদারিত্ব বা প্রতিহিংসা নেই।

রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি বাবু নান্টু কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ডা. রত্ন দ্বীপ পাল, জেলা ওলামা দলের সভাপতি শাহ মো. এমরান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান এবং যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা প্রমুখ।

মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে হাফিজুর–রাহাদুল
  • ১৬ জানুয়ারি ২০২৬
পাওনা টাকা পরিশোধের চাপ দেওয়ায় গৃহশিক্ষিকা ও তার মাকে খুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউবিটিতে স্প্রিং-২০২৬ নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
গাজীপুরে আইএসইউ’র এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সং…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে যেসব স্কলারশিপে
  • ১৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9