টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদা দাবি, এলাকাবাসীর গণধোলাই

মোরসালিন শেখ
মোরসালিন শেখ  © সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রদল নেতা পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন মোরসালিন শেখ (১৮) নামের এক যুবক। ড্রেজার মিস্ত্রী সেলিম তালুকদারের কাছে ৫০ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠলে স্থানীয়রা তাকে আটকে রেখে মারধর করেন। ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশ এখনো কোনো অভিযোগ পায়নি।

শুক্রবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোরসালিন শেখ পাকুরতিয়া গ্রামের সাফায়েত শেখের ছেলে।

ভুক্তভোগী ড্রেজার মিস্ত্রী সেলিম তালুকদার বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় ড্রেজার মিস্ত্রী হিসেবে কাজ করি। প্রায় পাঁচ মাস পর গত বুধবার সিলেট থেকে গ্রামের বাড়ি পাকুরতিয়া আসি। শুক্রবার রাতে একই এলাকার সাফায়েত শেখের ছেলে মোরসালিন শেখ আমাদের বাড়িতে এসে নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দেয়। কথার এক পর্যায়ে মোরসালিন বলে আমার বিরুদ্ধে নাকি ঢাকার কোতোয়ালি থানায় মামলা হবে, থানা থেকে মোরসালিনকে ফোন দিয়েছিল। তাই বিষয়টি মীমাংসা করার জন্য তাকে ৫০ হাজার টাকা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি কোন দল করি না। আমার নামে কেন মামলা হবে’ উচ্চস্বরে কথা বলার পর প্রতিবেশীরা জড়ো হয়। তখন সবাইকে ৫০ হাজার টাকা চাঁদার কথা জানালে এলাকাবাসী মোরসালিনকে গণধোলাই দিয়ে আটকে রাখেন। পরে তার পরিবারের লোকজন এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে ছাড়িয়ে নিয়ে যায়।’

অভিযুক্ত মোরসালিন শেখের মুঠোফোন কল করে এ বিষয়ে জানতে চাইলে চাঁদা দাবির অস্বীকার করে বলেন, ‘সেলিম তালুকদারদের বাড়ির এক ব্যক্তি আমাকে জানায় সেলিম মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাই তাকে আমি সতর্ক করতে গিয়েছিলাম কিন্তু কোন চাঁদা দাবি করিনি। আমার বিরুদ্ধে তারা মিথ্যা কথা রটাচ্ছে। আমি ছাত্রদল করি, তবে কোনো পদ-পদবি নেই।’

এ বিষয়ে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক লাবিব হাসান বলেন, ‘মোরসালিন নামের যে ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে, সে ছাত্রদলের সদস্যও নয়। আর অতীতে মোরসালিন ছাত্রলীগ করত। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর ছাত্রদলের কিছু মিছিল-সমাবেশে অংশ নিত মাত্র। যদি সে ছাত্রদল পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করে থাকে, তাহলে সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ