ভূমিকম্প আতঙ্কে টঙ্গীর কারখানায় হুড়োহুড়ি, দুই শতাধিক শ্রমিক আহত
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০১:৫৮ PM
টঙ্গীর বিসিক এলাকার পোশাক কারখানা ফ্যাশন পালস লিমিটেডে ভূমিকম্পের সময় হুড়োহুড়িতে অন্তত দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে।
এর আগে সকালেই সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। ভূমিকম্প শুরু হতেই কারখানার ভেতরে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় কারখানার জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় বের হওয়ার চেষ্টা করতে গিয়ে পদদলিত হয়ে অনেকেই আহত হন।
পরে আহত শ্রমিকদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল সহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: ভূমিকম্পে পুরান ঢাকায় বিল্ডিংয়ের রেলিং ভেঙে মেডিকেল শিক্ষার্থীসহ নিহত ৩
শ্রমিকরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও কারখানাটি খোলা ছিল। নয়তলা ভবনের প্রায় সব তলাতেই শ্রমিকরা কাজ করছিলেন। ভূমিকম্প শুরু হওয়ামাত্র একসঙ্গে কয়েক হাজার শ্রমিক বের হতে চাইলে হুড়োহুড়ি ও চাপাচাপিতে বহুজন আহত হন।
শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি বলেন, ‘ভূমিকম্পের কিছুক্ষণ পর থেকেই কারখানার কয়েকশ শ্রমিক চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। এখনও অনেকে আসছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজন শ্রমিকের অবস্থা অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’