ময়মনসিংহে গভীর রাতে পার্কিং করা কাভার্ড ভ্যানে রহস্যজনক অগ্নিকাণ্ড
- ময়মনসিংহ প্রতিনিধি
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:২৭ PM
ময়মনসিংহ নগরীতে সড়কের পাশে পার্কিং করা একটি কাভার্ড ভ্যানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আকুয়া বাইপাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানটিতে হঠাৎ আগুন ধরে যায়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান। তিনি জানান, প্রতিদিনের মতো ওই রাতেও চালক ভ্যানটি সড়কের পাশে পার্কিং করে রাখেন। কিছুক্ষণ পর গাড়ির সিটের দিক থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, তবে এর আগেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
স্টেশন অফিসার আরও বলেন, গাড়ির ইঞ্জিন বন্ধ ছিল। তাই দুর্বৃত্তদের পরিকল্পিতভাবে আগুন লাগানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার অসাবধানতাবশত সিগারেটের আগুন থেকেও এমনটি হতে পারে।
স্থানীয় সূত্র জানায়, ভ্যানটি রেখে চালক কাছাকাছি স্থানে ঘুমিয়েছিলেন। মানুষের চিৎকার ও হইচই শুনে দৌড়ে এসে দেখেন—তার কাভার্ড ভ্যানটি আগুনে দগ্ধ হচ্ছে। তবে আগুন কীভাবে লাগলো, তা কেউই নিশ্চিত করে বলতে পারেননি।
এদিকে, ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি। যান্ত্রিক গোলযোগ অথবা সিগারেট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। তবে সঠিক কারণ জানতে তদন্ত চলছে।