টঙ্গীতে তুলার গোডাউনে আগুন

০৮ নভেম্বর ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৫, ০২:০৯ PM
তুলার গোডাউনে আগুন

তুলার গোডাউনে আগুন © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গোডাউন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার (৮ নভেম্বর) বেলা ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। আগুণ নিয়ন্ত্রণের কাজ এখনো চলমান রয়েছে। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার বেলা ১০ টার দিকে জেলার টঙ্গী স্টেশন রোডের মিলগেটে আগুন লাগে। এ সময় কালো ধোঁয়া দেখে আশপাশের লোকজন ছুটে আসে আগুন নেভাতে। ততক্ষণে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। 

তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহিনুল আলম জানান, আগুনের ভয়াবহতা অত্যন্ত তীব্র। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, 'ফায়ার ফাইটাররা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে, তবে তুলা ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।'

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ণয় করা হবে।

পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির ডিন মাহবুবুল আলম মজুমদার পেলেন ‘স্পির…
  • ৩১ জানুয়ারি ২০২৬