পটিয়ায় বিপ্লব ও সংহতির চেতনায় বিএনপির সমাবেশ ও র‍্যালি

বিএনপির সমাবেশ
বিএনপির সমাবেশ  © সংগৃহীত ছবি

চট্টগ্রামের পটিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পটিয়া কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে শহরের ইন্দুরপুল সংলগ্ন বাইপাস মোড় থেকে একটি বিশাল র‍্যালি শুরু হয়। হাতে ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন বয়সী নেতা–কর্মীরা অংশ নেন র‍্যালিতে। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি পটিয়া দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজী শাহজাহান জুয়েল বলেন, ৭ নভেম্বরের চেতনা ধারণ করে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির অধিকার রক্ষার আন্দোলনে আরও শক্তভাবে এগিয়ে যেতে হবে। এ দিনটি আমাদের জাতীয় ইতিহাসে জনগণের বিজয়ের এক অনন্য দৃষ্টান্ত।

তিনি আরও বলেন, দেশের মানুষ আজ নানামুখী সংকটে জর্জরিত। এই পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন, দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও দলের সংকট উত্তরণে গঠনমূলক ভূমিকা রাখতে হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে থেকে লড়াই করে এসেছে এবং ভবিষ্যতেও করে যাবে।

সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন সালাম মিঠু, সদস‍্য বদরুল খায়ের চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ