বিজয় এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন

মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন © টিডিসি

ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে স্পেশাল ট্রেন চালুর পর ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটির ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন চত্বরে জেলা নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া একটি গুরুত্বপূর্ণ জেলা হলেও আন্তঃনগর ট্রেন বিজয় এক্সপ্রেসের এখানে কোনো যাত্রাবিরতি নেই, যা জেলার জনগণের জন্য দীর্ঘদিন ধরে ভোগান্তির কারণ হয়ে আছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম রুটের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেন বিজয় এক্সপ্রেস অথচ ব্রাহ্মণবাড়িয়ার মতো জনবহুল ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ জেলায় এর কোনো যাত্রাবিরতি নেই এটি অত্যন্ত দুঃখজনক। আমরা অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনটির স্টপেজ নিশ্চিত করার পাশাপাশি একটি স্পেশাল ট্রেন চালুর দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন জেলা নাগরিক ফোরামের সহ-সভাপতি ওয়াকার, কমরেড নজরুল ইসলাম, সিপিবি ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, খেলাঘর আসর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নিহারঞ্জন, সাহিত্য একাডেমীর সাধারণ সম্পাদক নুরুল আমিন, সচেতন নাগরিক কমিটির (সনাক) প্রতিনিধি এড. আব্দুন নুর, বীর মুক্তিযোদ্ধা আবু হুরায়রা ও ওয়াসে সিদ্দিকী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-চট্টগ্রাম-সিলেট ও ময়মনসিংহ রুটে সিট সংখ্যা বৃদ্ধি করা হলেও তা যথেষ্ট নয়। চট্টগ্রাম ও কক্সবাজারগামী যাত্রীদের জন্য সরাসরি আন্তঃনগর ট্রেনের বিকল্প নেই। বিজয় এক্সপ্রেস যদি ব্রাহ্মণবাড়িয়ায় থামে, তবে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের জন্য এটি এক যুগান্তকারী সুযোগ হবে বিশেষত ময়মনসিংহ ও নেত্রকোনায় অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য।

বক্তারা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।

রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াত বনাম ইসলামী আন্দোলন: ভোট-জরিপে কার অতীত কেমন?
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিপিএলের স্থগিত ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের জন্য সুখবর দিল …
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিপ্রবিতে প্রক্টরীয় ও শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা নিয়ে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
  • ১৬ জানুয়ারি ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9