বিষাক্ত সিসা কারখানা বন্ধের দাবিতে কাশিয়ানীতে মানববন্ধন

এলাকাবাসীর মানববন্ধন
এলাকাবাসীর মানববন্ধন  © টিডিসি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিষাক্ত সিসা কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা শহীদ মিনার চত্বরে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার খাগড়াবারিয়া এলাকার সোনাডাঙ্গা খাল-সংলগ্ন স্থানে অবস্থিত এম এস মেটাল ইন্ডাস্ট্রি নামের একটি সিসা কারখানায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছে। এতে নির্গত অ্যাসিড ও বিষাক্ত গ্যাসের কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তিন কিলোমিটার পর্যন্ত এলাকায় ধান চিটা হয়ে যাচ্ছে, গাছ মারা যাচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে ভুগছেন।

স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান আপন মানববন্ধনে বলেন, ‘আমরা মুক্ত বাতাসে বাঁচতে চাই। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে চাই। প্রশাসনকে অনতিবিলম্বে এই কারখানা বন্ধ করতে হবে। তা না হলে আমরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামতে বাধ্য হব।’

স্কুলশিক্ষার্থী চাঁদনী বলেন, ‘কারখানার বিষাক্ত কালো ধোঁয়া ও অ্যাসিডের দুর্গন্ধে আমরা ঠিকমতো পড়াশোনা করতে পারি না। অনেকেই শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা ও মাথাব্যথায় ভুগছে। ফসল নষ্ট হচ্ছে, পরিবেশ বিপন্ন হয়ে পড়েছে। আমরা বাঁচতে চাই।’

আরেক শিক্ষার্থী সিনতিয়া রহমান বলে, ‘সিসা কারখানার বিষাক্ত বর্জ্যে বাতাস ও পানি দূষিত হচ্ছে। দুর্গন্ধে বসতবাড়িতে থাকা কঠিন হয়ে পড়েছে। কারখানার দূষিত পানি সরাসরি কুমার নদে ফেলায় আশপাশের চার ইউনিয়নের মানুষ শ্বাসকষ্ট ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে। কৃষিজমি ও সবুজ গাছপালা ধ্বংসের মুখে।’

মানববন্ধন শেষে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কাছে কারখানা বন্ধের দাবিতে স্মারকলিপি দেন।

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে ‘সিসা কারখানার অ্যাসিডের গন্ধে অতিষ্ঠ জনজীবন’ শীর্ষক একাধিক প্রতিবেদন প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।


সর্বশেষ সংবাদ