র‌্যাগিংয়ে অভিযুক্ত শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

০৮ অক্টোবর ২০২৫, ০৬:৩১ PM
বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধনে শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধনে শিক্ষার্থীরা © টিডিসি

সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র‌্যাগিংয়ের দায়ে অভিযুক্ত এক শিক্ষার্থীকে আজীবন ও ২৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসনের এসব বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। 

আজ বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে মানববন্ধন করেন তারা। মানববন্ধনে ‘প্রহসনের বহিষ্কারাদেশ মানিনা মানব না’ স্লোগান দেন শিক্ষার্থীরা। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘গত বছরের নভেম্বরে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু-একজনের ক্ষণিকের স্টেটমেন্টের ওপর ভিত্তি করে আমাদের কয়েকজনকে বহিষ্কার করা হয়, যা অনেক আগেই মীমাংসিত হয়ে যায় এবং জুনিয়র-সিনিয়র মিলে বিভিন্ন ইভেন্ট বা টুর্নামেন্টে অংশগ্রহণ করি। তারপর বিভিন্ন সমস্যায় সবাই একসাথে কাজ করেছি। সিনিয়র-জুনিয়র সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর হঠাৎ এক বছর পর প্রশাসনের এই রকম সিদ্ধান্ত সত্যিই দুঃখজনক।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘জুনিয়রদের সঙ্গে বিষয়টি মীমাংসা করে প্রক্টর অফিসে আমরা জানিয়েছি এরপরও অন্যায়ভাবে আমাদের বহিষ্কার করা হয়েছে। আমরা এ প্রহসনের বহিষ্কারাদেশ মানিনা। অতি দ্রুত এই আদেশ প্রত্যাহার চাই।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন, ‘তদন্ত ও শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী চাইলে আপিল করতে পারবেন। বিভাগীয় প্রধানের মাধ্যমে রেজিস্ট্রার বরাবর আপিল আবেদন করলে, তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, গত মাসের ২৫ সেপ্টেম্বর ২৩৭ নং সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির তদন্ত ও পর্যবেক্ষণ সাপেক্ষে পরিসংসখ্যান বিভাগের ১৩ জন ও অর্থনীতি বিভাগের ১২জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
  • ১৬ জানুয়ারি ২০২৬
তেল নিয়ে টাকা না দিয়েই পালানোর চেষ্টা, গাড়ির চাপায় ওয়েলম্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইবিতে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ 
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘মুক্তিযুদ্ধ প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা বরাবরই…
  • ১৬ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কারণেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল: রিজভী
  • ১৬ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9