১৩ বছরেও শেষ হয়নি দুর্ভোগ, বিআরটি প্রকল্পের দুর্নীতি-দায়হীনতায় চরম ভোগান্তিতে গাজীপুরবাসী

০৬ অক্টোবর ২০২৫, ০৫:০৯ PM
গাজীপুরের সর্বস্তরের জনগণের মানববন্ধন

গাজীপুরের সর্বস্তরের জনগণের মানববন্ধন © সংগৃহীত

বাসের বিশেষ লেন বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উন্নয়নের নামে টানা ১৩ বছর ধরে চলা দুর্ভোগ ও জনজীবনের চরম ভোগান্তি থেকে মুক্তির দাবিতে ৯ দফা দাবি উত্থাপন করেছে গাজীপুরবাসী। এসব দাবির পক্ষে গাজীপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে টঙ্গী কলেজ গেইট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বিআরটি প্রকল্পের দুর্নীতি লুটপাট এবং অদক্ষ বাস্তবায়ন ও বছরের পর বছর চলা অনিয়মের কারণে গাজীপুরবাসী চরম দুর্ভোগে আছে। এই অব্যবস্থাপনা থেকে মুক্তি ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে আমাদের ৯ দফা দাবি মানতে হবে।

৯ দফা দাবি হলো- জনগণের নিরাপদ চলাচলের জন্য অবিলম্বে সব ওভারব্রিজ চালু করতে হবে, বৃদ্ধ, প্রতিবন্ধী ও শিশুদের জন্য প্রতিটি ওভারব্রিজে এস্কেলেটর ও লিফট চালু রাখতে হবে, স্কুল-কলেজের সামনে জেব্রা ক্রসিং স্থাপন ও শিক্ষার্থীদের নিরাপদ পারাপারে ট্রাফিক পুলিশ মোতায়েন করতে হবে, টঙ্গী ব্রিজ সংস্কার করে সাধারণ যানবাহনের চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে, ফ্লাইওভারের উপর ও নিচে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পুলিশ মোতায়েনের মাধ্যমে ছিনতাই রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ফ্লাইওভারে ভারী ট্রাক ওঠা বন্ধ করতে হবে এবং রাত ১২টার পর ট্রাক চলাচল সীমিত রাখতে হবে, বাসের জন্য নির্দিষ্ট বাস স্টপ ও ওয়েটিং লাইন তৈরি করতে হবে, যেন বাস রাস্তার মাঝখানে থেমে ট্রাফিক জ্যাম সৃষ্টি না করে, অরক্ষিত ম্যানহোলগুলোতে ঢাকনা স্থাপন করে ফুটপাত ও সড়ক পথ চলাচল নিরাপদ করতে হবে এবং জলাবদ্ধতা প্রতিরোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে ৯ দফা দাবি উল্লেখ করে বক্তারা বলেন, বিআরটি প্রকল্পের নামে গাজীপুরবাসী ১৩ বছর ধরে এক অবর্ণনীয় ভোগান্তির শিকার। এই দুর্দশা থেকে পরিত্রাণ পেতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ ৯ দফা দাবি সংলিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি আকারে পাঠানো হবে। তারা নিরাপদ সড়ক আন্দোলন টঙ্গীর সদস্যদের নিরলস ভূমিকার প্রশংসা করেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যাডো অ্যাফেয়ার্স সেক্রেটারি ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) থেকে গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আব্বাস ইসলাম খান। এছাড়া জাতীয় নাগরিক পার্টি থেকে গাজীপুর-৬ আসনের মনোনয়ন প্রত্যাশী নাবিল ইউসুফ, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান আরিফ, গাজীপুর মহানগর জাতীয় যুব শক্তির সিনিয়র সদস্য সচিব মো. তানজিল, এবি পার্টি জেলা ও মহানগর আহ্বায়ক আলমগীর হোসেন, টঙ্গী সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বি, ছাত্রশিবির টঙ্গী সরকারি কলেজ শাখার সেক্রেটারি পারভেজ ফরাজি, আপ বাংলাদেশের নেতা ইব্রাহিম এবং নিরাপদ সড়ক আন্দোলন টঙ্গী পশ্চিম থানা শাখার আহ্বায়ক ফাহাদ ইসলাম ফুয়াদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যালটের একই সারিতে ট্রাক ও ট্রাক্টর প্রতীক, বিপাকে নুরের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে হুয়াওয়ে, পদ ১০, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১৭ জানুয়ারি ২০২৬
দেশে নতুন হাইব্রিড এসইউভি উন্মোচন করল এমজি, দাম কত?
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইসিতে আউয়াল মিন্টু ও হাসনাত আবদুল্লাহর মধ্যে হট্টগোল
  • ১৭ জানুয়ারি ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলন জোটে আসবে কিনা, জানালেন মামুনুল হক
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9