গাজীপুরে ‘জিভিএসএ’র উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত 

গরুকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে
গরুকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে  © টিডিসি

গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (জিভিএসএ) উদ্যোগে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইন ও ভ্যাকসিনেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টা থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর স্কুল মাঠে এ কার্যক্রম আয়োজিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, সাবেক উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনিছুর রহমান সিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।

দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে গবাদিপশু ও পোষাপ্রাণীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ভ্যাকসিনেশন, ওষুধ প্রদান ও অভিজ্ঞ ভেটেরিনারিয়ানরা পরামর্শ প্রদান করেন।

এ সময় সেবা নিতে আসা একজন স্থানীয় খামারি বলেন, ‘আমরা আমাদের এলাকায় এ ধরনের আয়োজন পেয়ে অত্যন্ত আনন্দিত। এখানে উপস্থিত ডাক্তারগণ আন্তরিকতার সঙ্গে আমাদের সেবা প্রদান করেছেন। আমরা চাই এমন ক্যাম্পেইন আমাদের এখানে আবার অনুষ্ঠিত হোক।’

ক্যাম্পেইনে অংশ গ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি বলেন, ‘মাঠপর্যায়ে সরাসরি খামারিদের সেবা দেওয়ার মাধ্যমে এই ক্যাম্পেইনটি আমাদের জন্য অতি শিক্ষণীয় ও ফলপ্রসূ হয়েছে। এ ছাড়া এ ধরনের সামাজিক কর্মকাণ্ড আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতির এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। আশা করি, জিভিএসএ ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।’

জিভিএসএর কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহীন মিয়া বলেন, ‘তোমাদের এই ভালো কাজের প্রতি আমার দোয়া ও শুভকামনা রইল। গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রতি আমার পূর্ণ সমর্থন রইলো, সফলভাবে এগিয়ে যাও।’

এ বিষয়ে জিভিএসএর সভাপতি ডা. সামসুল আরেফিন বলেন, ‘আজকের এই ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পেইনে আমাদের গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন প্রায় ১৫০টি ছাগল ও ১৭০টি গরুকে বিনামূল্যে চিকিৎসা ও ভ্যাকসিন সেবা দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘এ উদ্যোগের মূল লক্ষ্য শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।’


সর্বশেষ সংবাদ