প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি নিখোঁজ শিশু তন্ময়ের লাশ
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫১ PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দুই শিশুর মধ্যে অপর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার বরিয়াবহ এলাকায় ঘাটাখালী নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে শুক্রবার সকালে নিখোঁজ অপর শিশু অঙ্কিতার লাশ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ১৩৮টি পূজামণ্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে বিজয়া দশমীর দিনে হিজলতলী এলাকায় প্রতিমা বিসর্জনের সময় তুরাগ নদে একটি নৌকা ডুবে যায়। নৌকায় থাকা অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ বছরের অঙ্কিতা ও ৯ বছরের তন্ময় নিখোঁজ হয়।
শুক্রবার সকালে ডুবুরি দল অঙ্কিতার লাশ উদ্ধার করে। তবে সারা দিন চেষ্টা করেও তন্ময়কে পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয়রা বরিয়াবহ-রসুলপুর ব্রিজের পাশে ঘাটাখালী নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, তুরাগ নদের প্রবল স্রোতে শিশুটির লাশ প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার ভেসে ঘাটাখালী নদীতে চলে আসে। এ কারণেই শুক্রবার ডুবুরি দল সারা দিন চেষ্টা করেও তাকে খুঁজে পায়নি।