নেত্রকোনায় জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের স্মারকলিপি

নেত্রকোনার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেওয়া হচ্ছে
নেত্রকোনার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেওয়া হচ্ছে  © টিডিসি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শহীদ ও আহতদের পরিবার-পরিজনরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেছেন। রবিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের কাছে এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে নিহত ও আহতদের পরিবার রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনগত সুরক্ষা, পুনর্বাসন ও ন্যায়বিচারের দাবি জানান। তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদ ও আহতদের জন্য সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তাদের দাবির মধ্যে ছিল নিহত ও আহতদের ‘গণতন্ত্রের বীর শহীদ’ ঘোষণা, পরিবারকে আর্থিক সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান, আহতদের চিকিৎসা ব্যয় বহন, মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনগত সহায়তা নিশ্চিতকরণ।

শহীদ পরিবারের স্বজনরা বলেন, ‘আমরা চাই আমাদের আত্মত্যাগ বৃথা না যাক। শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মধ্য দিয়েই তাদের আত্মার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো সম্ভব।’

ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর আশ্বাস দেন।

এ সময় কলমাকান্দা উপজেলার শহীদ চার পরিবারের সদস্যসহ আহতদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ