গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানে হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ

০৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ PM
নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে ছাত্র-জনতার ব্যানারে প্রতিবাদ কর্মসূচি

নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে ছাত্র-জনতার ব্যানারে প্রতিবাদ কর্মসূচি © টিডিসি

মানবিক সহায়তা বহনকারী গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানে হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। শুক্রবার (৩ অক্টোবর) বেলা দুইটার দিকে নওগাঁ শহরের নওজোয়ান মাঠের সামনে ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নওগাঁ ডিবেট ক্লাবের সভাপতি তানজিম বীম বারীর সভাপতিত্বে বক্তব্য দেন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদ, নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিমও ছাত্রনেতা আরমান হোসেনসহ অন্যরা।

বক্তারা বলেন, ‘ইসরায়েল যুদ্ধের শুরু থেকেই মানবাধিকার লঙ্ঘন করে আসছে। মানবিক সহায়তা বহনকারী গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানে হামলা করার ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিশ্ব মোড়লরা চুপ করে তামাশা দেখছে। আমরা তামাশা দেখতে চাই না। কার্যকর ভূমিকরা দেখতে চাই। আমাদের প্রতিবাদ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমরা মানবতার পক্ষে দাঁড়াতে পারি।’

ইসরায়েলি বাহিনীর নৃশংসতা বন্ধ করাসহ গাজায় অবাধ প্রবেশাধিকার নিশ্চিত এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা অবিলম্বে বন্ধ করার দাবি জানান বক্তারা।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরাইলের এই বর্বরোচিত কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এ ছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের প্রতি আহ্বান জানান যেন অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়।

নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম বলেন, যুদ্ধে সংবাদ সংগ্রহকারীর ৩৫০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। বিশ্বের মোড়লারা গাজা ও ফিলিস্তিনের বিষয় নিয়ে শুধু চেয়ে চেয়ে তামাশা দেখছে। এসব তামাশা আমরা আর দেখতে চাইনা। মানবাধিকার নিয়ে যে বুলি আওড়ানো হচ্ছে তা বুলির মধ্যে সীমাবদ্ধ থাকছে। কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। গাজা ও ফিলিস্তিনে যে বর্বরতম হামলা চালানো হচ্ছে তা শুধু মানবাধিকার, নৃশংসতা ও পাশবিকতা নয়, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভংয়কর ঘৃণ্য পরিস্থিতি তৈরি হয়েছে।

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুবিতে ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন
  • ১৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সঙ্গে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সাক্ষাৎ
  • ১৯ জানুয়ারি ২০২৬
কাল ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
অর্থ আত্মসাতের অভিযোগে জাবির পরিবহন অফিসের কর্মচারী বরখাস্ত…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ফয়জুল করীমের আসনে জামায়াতের প্রার্থী না দেওয়া নিয়ে যা বলছে …
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9