জামালপুরে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪০ PM
জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর ফাজিল মাদরাসার পাশে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওসমান হারুনী মোহনা টিভির জেলা প্রতিনিধি ছাড়াও খোলা কাগজের ইসলামপুর উপজেলা প্রতিনিধি, জামালপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং সাপ্তাহিক ‘জামালপুর সংবাদ’-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, কিছুদিন আগে তার কিডনি নালির অস্ত্রোপচার হয়। এরপর থেকে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার দুপুরে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক যন্ত্রণায় তিনি আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিবার থেকে কোনো অভিযোগ না আসায় আইনি প্রক্রিয়া শুরু হয়নি।
ওসমান হারুনী মৃত্যুতে সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী বলেন, দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত ছিলেন। তার মৃত্যু সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনও গভীর শোক জানিয়ে বলেন, তিনি ইসলামপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য ছিলেন। তার মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত।
এ ছাড়া জামায়াতে ইসলামীর ইসলামপুর উপজেলা আমির রাশেদুজ্জামান রাশেদ এক শোকবার্তায় বলেন, ‘সাংবাদিক ওসমান হারুনীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ ও দায়িত্বশীল সংবাদকর্মী। তার মৃত্যুতে ইসলামপুরবাসী এক কৃতী সাংবাদিককে হারাল। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন।’