প্রবাসী যুবক আবদুস সালাম ভূঁইয়া সজিব © টিডিসি ফটো
সৌদি আরবে অপহরণের তিনদিন পর ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের প্রবাসী যুবক আবদুস সালাম ভূঁইয়া সজিব (২৮) অপহরণকারীদের কবল থেকে পালিয়ে রক্ষা পেয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে রিয়াদের একটি বাড়ি থেকে তিনি পালিয়ে নিজ বাসায় ফিরে আসেন বলে তার পরিবার জানিয়েছে।
ভুক্তভোগী সজিব পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে। তিন বছর ধরে সৌদি আরবের রিয়াদে একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন।
পরিবারের ভাষ্য মতে, শনিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে রিয়াদের যেদিদ সানাইয়া এলাকার কোম্পানির অফিস থেকে বের হওয়ার সময় সিআইডি পরিচয়ে কয়েকজন ব্যক্তি সজিবকে অপহরণ করে। তাকে সানাইয়া এলাকার একটি বাসায় নিয়ে আটকে রাখা হয়। এরপর ভিডিও কলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাকে মারধরের দৃশ্য দেখিয়ে অপহরণকারীরা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
সজিব বলেন, `তারা প্রথমে নিজেকে সিআইডির লোক পরিচয় দিয়ে গাড়িতে তুলে নেয়। পরে একটি বাসায় নিয়ে গিয়ে বেঁধে ফেলে এবং আমাকে শারীরিক নির্যাতন করে। ফজরের সময় বাসার দোতলা থেকে লাফিয়ে পালিয়ে রাস্তায় চলে আসি এবং এক গাড়িচালকের সাহায্যে বড় ভাইকে কল করি।'
সজিবের বড় ভাই প্রবাসী আবদুল খালেক জানান, `ঘটনার পর পুলিশ ও পরিচিত প্রবাসীরা সজিবকে খুঁজতে থাকেন। চক্রটি বিষয়টি টের পেয়ে তাকে অন্যত্র সরিয়ে নিতে চায়। সে সময় সজিব বাসার দোতলা থেকে নিচে লাফিয়ে পালায় এবং দৌড়ে রাস্তায় গিয়ে সাহায্য চান। পরে তাকে উদ্ধার করে বাসায় আনা হয়।'
আরও পড়ুন: এআইয়ের কারণে অনেক চাকরি হারিয়ে যাওয়া অবশ্যম্ভাবী, কারা নিরাপদ—জানালেন অল্টম্যান
সজিবের মা জরিফা খাতুন বলেন, `অপহরণকারীরা ভিডিও কলে দেখিয়েছে, আমার ছেলেকে লোহার শিকল দিয়ে বেঁধে রক্তাক্ত করে রেখেছে। এমন নির্মমতা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা বিশ্বাস করি, প্রবাসে থাকা কিছু বাংলাদেশি এই ঘটনার সঙ্গে জড়িত।'
এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, `রোববার রাতে ভুক্তভোগীর বাবা থানায় এসে বিষয়টি জানিয়েছেন। যেহেতু ঘটনাটি বিদেশে ঘটেছে, তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।'