পাবনা-১ আসন পুনর্বহালের দাবিতে ডিসির কার্যালয়ের সামনে বিক্ষোভ

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ PM
আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা

আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা © টিডিসি

পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলাকে বাদ দেওয়ার প্রতিবাদে পাবনা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন বেড়া উপজেলার বিক্ষুব্ধ এলাকাবাসী। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বেড়া উপজেলার কয়েকশ মানুষ ব্যানার-ফেসটুন নিয়ে এ কর্মসূচি পালন করেন।

এ সময় সীমানা পুনর্বহালের দাবিতে স্লোগান দেন তারা। পরে জেলা প্রশাসক ও নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি দেন তারা।

আন্দোলনকারীরা জানান, সাঁথিয়া ও বেড়া উপজেলার আংশিক নিয়ে পাবনা-১ আসন ছিল। সম্প্রতি আসনটি ভেঙে ৩ লাখ ২৩ হাজার ভোটারের সাঁথিয়া উপজেলাকে আলাদা করে পাবনা-১ এবং বেড়া উপজেলাকে পার্শ্ববর্তী পাবনা-২ আসনে সুজানগর উপজেলার সঙ্গে যুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে ইসি। এ সিন্ধান্ত পুনঃবিবেচনার শান্তিপূর্ণ দাবিতে সাড়া না মেলায় আন্দোলনে নেমেছেন বেড়ার মানুষ। নতুন সংসদীয় সীমানার প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন সংগ্রাম পরিষদের নেতারা। 

এ সময় উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি ও সংগ্রাম কমিটির সভাপতি ফজলুর রহমান ফকির, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকসেদ আলী, যুগ্ম সম্পাদক মইনুল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন খাজা, বেড়া পৌর যুবদলের আহবায়ক নয়ন আলী প্রমুখ।

বিক্ষোভকারীরা দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত এই বিক্ষোভ মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। পরে একটি প্রতিনিধি দল জেলা নির্বাচন অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন।

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘একটি রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে বেড়া থেকে সাঁথিয়াকে আলাদা করা হয়েছে। নির্বাচন কমিশন এলাকার ভৌগোলিক বিষয়ে না দেখে না বুঝে একটি সিদ্ধান্ত দিয়েছেন। বেড়া সাঁথিয়া ভাই ভাই। স্বাধীনতার পর থেকে সকল নির্বাচন একসাথেই হয়ে আসছে। সামাজিকতা, ব্যবসা, রাজনীতি সকল কিছু আমাদের এক। তবে আসন কেন বিন্যাস হবে আলাদা হবে। আমরা এই অন্যায় আসন বিন্যাস মানি না। যতক্ষণ পর্যন্ত আগে মতো আসন ঠিক না হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব।’

৪ হত্যা মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী বোমা কাল্লু গ্রেফতার
  • ১৮ জানুয়ারি ২০২৬
টানা ৩ দিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৮ জানুয়ারি ২০২৬
নুরের পক্ষে কাজ না করার অভিযোগে পটুয়াখালিতে বিএনপির ৩ কমিটি…
  • ১৮ জানুয়ারি ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউরোপের ৮ দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ, প্রতিক্রিয়ায় যা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩২ কেজি ভারতীয় গাঁজাসহ মাদক কারবারি আটক ‎
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9