খুলনায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

নিহত যুবক
নিহত যুবক  © সংগৃহীত

খুলনার ফুলতলা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত আলমগীর হোসেন (৩৮) ডুমুরিয়া উপজেলার টোলনা গ্রামের বাসিন্দা। শনিবার বিকেলে ফুলতলার জামিরা বাজার এলাকায় ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র পুলিশ জানায়, বিকেলে পাঁচছয়জন মুখোশধারী ব্যক্তি মোটরসাইকেলে করে জামিরা বাজারের দুটি দোকানে গিয়ে চাঁদা দাবি করে এবং হুমকি দিয়ে চলে যায়। এরপর তারা বাজারের মাদ্রাসা রোড এলাকায় জামিরা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মোল্লাকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে তারা দোকানিদের গালিগালাজ প্রাণনাশের হুমকি দেয়। সময় হুমায়ুন কবির মাছের আড়তে ছিলেন।

এই ঘটনার প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা পাশের টোলনা গ্রামে গিয়ে আলমগীর হোসেনকে বাড়ি থেকে ধরে আনেন এবং জামিরা চৌরাস্তা মোড়ে এনে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সেখানেই আলমগীরকে পুনরায় মারধর করা হয়।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, ‘আলমগীরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, পরে তাঁর মৃত্যু হয়। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, আলমগীর চাঁদা দাবি করেছিলেন। বিষয়টি তদন্তাধীন।'

আজ রোববার সকাল পর্যন্ত ঘটনায় কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি। ওসি বলেন, 'ঘটনার সময় আনেক লোক জড়ো হয়েছিল। আমরা দ্রুত ঘটনাস্থলে গেলেও মারধর ঠেকানো সম্ভব হয়নি।'নিহত আলমগীরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

 


সর্বশেষ সংবাদ