নেত্রকোনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৫

কেন্দুয়া থানা
কেন্দুয়া থানা  © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও জুয়া খেলার সরঞ্জামসহ পাঁচজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কেন্দুয়া পৌর শহরের একাধিক স্থানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের।

জানা গেছে, প্রথমে রাত আনুমানিক দেড়টায় পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে ১০টি দেশি অস্ত্রসহ (চাকু, রামদাসহ) সাজ্জাদ তালুকদার (৪৮) নামের একজনকে আটক করা হয়। পরে আনুমানিক রাত ২টা ৩৫ মিনিটে পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ওয়াশেরপুর গ্রামের আফাজ উদ্দিনের বাড়ি থেকে একই গ্রামের আজিজুল হক (৫৫), ইউসুফ মিয়া (৫০) এবং কান্দিউড়ার এখলাছ মিয়া (২৮) ও নজরুল হককে (৫৩) ২২ হাজার ৩০ টাকা, জুয়া খেলার সরঞ্জামসহ আটক করা হয় তাদের।

ওই অভিযানে নেতৃত্ব দেন মদন সেনা ক্যাম্প ইনচার্জ লে. শাহরিয়ার আহমেদ ও কেন্দুয়া থানার এসআই মো. আবদুল জলিলসহ পুলিশের একটি টিম।

এ বিষয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন, একজনের নামে অস্ত্র ও চারজনের নামে জুয়া আইনে দুটি মামলা রুজু শেষে আসামিদের আজ শুক্রবার দুপুরের দিকে নেত্রকোনা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ