ভারতীয় জাল রুপিসহ চোরাকারবারি আটক

আটককৃত ওলিয়ার শেখ
আটককৃত ওলিয়ার শেখ  © টিডিসি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় জাল রুপিসহ ওলিয়ার শেখ (৩৭) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে খোসালপুর সীমান্ত পিলার-৬০/১০৫-আর থেকে প্রায় ৯০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বুধবার (২৬ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এই গ্রেফতারি সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ।

আটককৃত চোরাকারবারি ওলিয়ার শেখের বাড়ি বাগেরহাট জেলার কান্দাপাড়া বেশরগাতী গ্রামের। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওলিয়ার শেখ দীর্ঘদিন ভারতের বিহারে দর্জির কাজ করতেন। সেখানে ২০১৭ সালে তিনি আরাবিয়া থানার মুসলিম বস্তির বাসিন্দা ইসরাঈল শেখের মেয়ে মোছা ববিয়াকে (৩৫) বিয়ে করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ওলিয়ার শেখ বাগেরহাট সদর উপজেলার মারুফ নামের এক ব্যক্তির কাছ থেকে ৬০ হাজার টাকায় ভারতীয় ৫ লাখ ৪ হাজার জাল রুপি ক্রয় করেছিলেন। পরে তিনি এই জাল নোট বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে সীমান্তবর্তী এলাকায় বিজিবির তল্লাশিতে ধরা পড়েন।

আটক বাবা-ছেলেকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি আরও কড়া নজরদারির ওপর গুরুত্ব আরোপ করেছে।


সর্বশেষ সংবাদ