বাড়িতে ডেকে নিয়ে বন্ধুকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীয় বাড়িতে ডেকে নিয়ে তুলা মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে। রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরাখলা ছালাতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুলা মিয়ার ঘনিষ্ঠ বন্ধু নাজমুল হোসেন তাকে নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নাজমুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তুলা মিয়া। এরপর নাজমুল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে খবর পেয়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে নলিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা তুলা মিয়া নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, হত্যার কারণ ও জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ