গাজায় বিশেষ যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি হামলায় নিহত ৬২
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০৮:২৩ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৮:৫৭ AM
ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে ঘোষিত বিশেষ যুদ্ধবিরতির মাঝেও দখলদার ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়েছে। এতে অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন ত্রাণের অপেক্ষায় থাকা সাধারণ মানুষ। সোমাবর (২৮ জুলাই) এই তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী গাজার তিনটি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয়। মানবিক সহায়তা পৌঁছাতে সুবিধা দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিদিনই তা চলবে।
রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজার কিছু অংশে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে নতুন একটি ত্রাণ করিডোর চালুর কথাও জানানো হয়েছে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আল-মাওয়াসি, দেইর আল-বালাহ ও গাজা সিটি এলাকায় সামরিক অভিযান স্থগিত থাকবে। এই এলাকায় মার্চ মাসের পর থেকে নতুন করে স্থল অভিযান শুরু হয়নি।
এছাড়া, সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত খাবার ও ওষুধবাহী গাড়িবহরের জন্য একটি নির্ধারিত নিরাপদ করিডোর খোলা থাকবে বলে জানানো হয়েছে।
মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন আল-কাহেরা নিউজ জানিয়েছে, রবিবার থেকে মিসর-গাজা সীমান্ত দিয়ে ত্রাণ পরিবহন শুরু হয়েছে। এর আগে ইসরায়েল বিমান থেকেও ত্রাণ ফেলার কথা জানায়। তাদের দাবি, এটি গাজার মানবিক পরিস্থিতি মোকাবেলায় একটি উদ্যোগ।
তবে জাতিসংঘ বলছে, যুদ্ধবিরতির ফলে ত্রাণ সরবরাহ কিছুটা বাড়ানো গেলেও ইসরায়েল যথেষ্ট বিকল্প পথ দিচ্ছে না, যা কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে।