থানার ভেতর ‘জয় বাংলা’ স্লোগান, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৭:২৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪০ PM
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রাজনৈতিক উত্তাপ ফের বাড়তে শুরু করেছে। থানার ভেতর ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাতে উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে কসবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি মো. মনির হোসেনকে গ্রেফতার করে আদালতে নেওয়ার সময় থানা প্রাঙ্গণে কয়েকজন ‘জয় বাংলা’ স্লোগান দেন। এ ঘটনার সূত্র ধরে পুলিশ রুহুল আমিনকে গ্রেফতার করে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মনির হোসেন সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে শনিবার (১৬ আগস্ট) ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। রোববার সকালে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান, ‘মনির হোসেনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আদালত শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।’