কৃষকদলের কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগান, ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

আবদুল কাদির মোল্লা সিটি কলেজে বৃক্ষরোপন কর্মসূচি
আবদুল কাদির মোল্লা সিটি কলেজে বৃক্ষরোপন কর্মসূচি  © সংগৃহীত

নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কৃষকদলের আয়োজনে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় কলেজের মানবিক বিভাগের ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২০ জুলাই) এ ঘটনা ঘটে। 

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে,  এইচএসসি পরীক্ষা চলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ব্যবহারযোগ্য না থাকায় বিএনপির নেতারা আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মাঠকে বৃক্ষরোপণ কর্মসূচির স্থান হিসেবে বেছে নেন। তবে কর্মসূচি চলাকালে কিছু শিক্ষার্থী আওয়ামী লীগের স্লোগান দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। এর প্রেক্ষিতে ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে। 

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ হেরেম উল্যাহ আহসান বলেন, ‘যেহেতু এই কলেজটিতে কোনো প্রকার রাজনীতির চর্চা করতে দেওয়া হয় না। সেখানে আমাদের ছাত্ররা কেন রাজনৈতিক স্লোগান দেবে? তারই পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীদেরকে ক্লাস বর্জনসহ সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী শনিবার অভিযুক্ত শিক্ষার্থীদেরকে অভিভাবকসহ কলেজে উপস্থিত হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।’    


সর্বশেষ সংবাদ