গলায় রশি প্যাঁচানো অবস্থায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

০৫ আগস্ট ২০২৫, ১০:০৫ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৯:৩৭ PM
অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার © টিডিসি

শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের খরখরিয়া ব্রিজ সংলগ্ন একটি রাস্তার পাশ থেকে গলায় রশি প্যাঁচানো অবস্থায় হোসেন আলী (১৫) নামে এক কিশোর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত হোসেন আলী সদর উপজেলার চককুমরী গ্রামের আইসক্রিম বিক্রেতা সিরাজ আলী ওরফে বুচার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার আসরের নামাজের পর হোসেন আলী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে ভাড়ায় যাত্রা শুরু করে। রাতে বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। সোমবার বিকেলে স্থানীয় এক তরুণ খরখরিয়া ব্রিজের পাশে রাস্তায় পানিতে ভাসতে থাকা একটি টি-শার্ট দেখতে পেয়ে চিৎকার দিলে এলাকাবাসী সেখানে জড়ো হয়। পরে গাছের সঙ্গে গলায় রশি প্যাঁচানো অবস্থায় হোসেনের মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম। তিনি জানান, ‘প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

এদিকে, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তিনি জানান, "হত্যাকারীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজোড়া জুতা উদ্ধার করা হয়েছে, যা হত্যাকারীদের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।"

এছাড়া স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, হোসেন আলীর ছিনতাইকৃত অটোরিকশাটি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের চিথলিয়া বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

নিহতের স্বজন ও এলাকাবাসীর দাবি, হোসেন আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে তার অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ধামরাইয়ে বেড়াতে এসে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ
  • ১৭ জানুয়ারি ২০২৬
রাতের অন্ধকারে মাদ্রাসায় নিয়োগ পরীক্ষার আয়োজন, অতপর..
  • ১৭ জানুয়ারি ২০২৬
ইরানে এক সপ্তাহ পর সীমিত মোবাইল নেটওয়ার্ক চালু
  • ১৭ জানুয়ারি ২০২৬
পে স্কেলের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ, বাস্তবায়ন কি চলত…
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে ইউএনওর বাগবিতণ্ডার অভিযোগ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ভর্তির ফল কবে, যা জ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9