কুয়াকাটায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
- কলাপাড়া প্রতিনিধি
- প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১২:২৫ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ১১:৫৮ PM
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ থাকা জেলেদের মধ্যে নজরুল হাওলাদার (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকতের মীরা বাড়ি পয়েন্টে ব্লকের ওপর মরদেহটি ভেসে এলে স্থানীয়রা বিষয়টি কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত নজরুল হাওলাদার কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে। মরদেহ শনাক্ত করেন তার ছেলে নাসির হাওলাদার।
নাসির হাওলাদার বলেন, ‘গত ২৩ জুলাই আমার বাবা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবিতে নিখোঁজ হন। আজ সৈকতে ভেসে আসা মরদেহ দেখে নিশ্চিত হই, এটি আমার বাবার।’
স্থানীয় এক বাসিন্দা মনসুর হাওলাদার বলেন, ‘সকালে সাগরপাড় দিয়ে হাঁটার সময় ব্লকের ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখি। শরীরের কিছু অংশ পচে গেছে, দেখে মনে হয়েছে কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে।’
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘মরদেহ উদ্ধারের সময় তার পরনে কালো রঙের রেইনকোট ছিল। নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে মাছ ধরার ট্রলার ‘এফবি সাগরকন্যা’ ডুবে যায়। এতে ১৫ জন জেলে নিখোঁজ হন। পরে পাঁচ দিন সাগরে ভেসে থাকার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন আরও ৫ জন। নজরুল হাওলাদার ছিলেন তাদেরই একজন।