সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া ঘোষণার প্রতিবাদ বিএনপির
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া ঘোষণার প্রতিবাদ বিএনপির  © টিডিসি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া ঘোষণার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৩০ জুলাই) রাতে সীমানা পুনর্নির্ধারণের গেজেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাতে উপজেলা সদরে এ কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মনিরুজ্জামান, বিএনপি নেতা সাদেকুর রহমান, সোলায়মান কবির, লিয়াকত আলী এবং শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সংসদীয় সীমানা অনুযায়ী শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার কিছু অংশ নিয়ে গঠিত সাতক্ষীরা-৪ আসন। কিন্তু নতুন খসড়ায় আশাশুনি ও শ্যামনগরকে নিয়ে নতুন সাতক্ষীরা-৪ আসন গঠন করা হয়েছে। এটি জনবিচ্ছিন্ন ও অযৌক্তিক সিদ্ধান্ত বলে দাবি করেন তারা। বক্তারা পূর্বের সীমানা অনুযায়ী ভোটগ্রহণের দাবি জানান।

এর আগে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, জনসংখ্যা ও ভোটার সংখ্যাসহ বিভিন্ন বিবেচনায় ৩০০ আসনের মধ্যে ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হচ্ছে। এতে সাতক্ষীরা-৪ ও সাতক্ষীরা-৩ আসনের সীমানায় পরিবর্তন আনা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!