ময়মনসিংহে স্বামী পরিত্যক্তা নারীর লাশ উদ্ধার

লাশ উদ্ধার করছে পুলিশ। স্থানীয় লোকজনের ভিড়
লাশ উদ্ধার করছে পুলিশ। স্থানীয় লোকজনের ভিড়  © টিডিসি

ময়মনসিংহে স্বামী পরিত্যক্তা এক নারীর লাশ কচুক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর গলায় কলাগাছের শুকনো ডাঁটা প্যাঁচানো ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বুধবার (২ জুলাই) দুপুরে গৌরীপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কবিরাজপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম হোসনে আরা বেগম (৩৫)। তিনি পার্শ্ববর্তী কাওলাটিয়া গ্রামের মৃত আবদুল গণির মেয়ে। স্বামী পরিত্যক্তা এই নারী মায়ের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক শিশু ঘুড়ি ওড়াতে গিয়ে কচুক্ষেতে লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে গৌরীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ফজরের আজানের আগে বোরকা পরে ঘর থেকে বের হন হোসনে আরা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

নিহতের মা রাবেয়া বেগম বলেন, ‘ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর আমার মেয়েকে আর খুঁজে পাইনি। এখন তার লাশ পেলাম। আমি এর বিচার চাই।’

স্থানীয়দের ধারণা, মানসিকভাবে কিছুটা অসুস্থ হোসনে আরাকে রাতে একা পেয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

হোসনে আরার চাচি রোজিনা আক্তার বলেন, ‘হোসনে আরা মানসিকভাবে দুর্বল ছিল। মাঝেমধ্যেই রাতে বাইরে চলে যেত। হয়তো এই সুযোগেই এমন ভয়ংকর ঘটনা ঘটেছে।’

বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, হোসনে আরার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। সে অনেকটা প্রতিবন্ধীর মতো। আমাদের ধারণা, রাতে একা পেয়ে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।’

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, নারীর গলায় কলাগাছের শুকনো ডাঁটা প্যাঁচানো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!