নিখোঁজের ৪ দিন পরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১২:৩৭ AM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০৮:০৭ AM
রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজ হওয়ার ৪ দিন পর পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে আয়েশা সিদ্দিকা (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনা ঈদুল আজহার আগের রাতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
শিশু আয়েশা সিদ্দিকা রাজশাহী পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের প্রামানিক পাড়ার বাসিন্দা জিয়ারুল ইসলামের মেয়ে। গত মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে একটি মসজিদের সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে। এরপর থেকে পরিবার ও স্থানীয়রা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
অবশেষে শুক্রবার (৬ জুন) বিকেলে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি জঙ্গলের মধ্যে অবস্থিত পরিত্যক্ত সেপটিক ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘শিশুটির লাশ একটি পরিত্যক্ত ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।’