গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু

৩১ জানুয়ারি ২০২৬, ১২:৪০ PM
হেঁটে প্রায় ১৫০ কিলোমিটার পথ অতিক্রমের লক্ষ্যে পরিভ্রমণ শুরু করেছেন চার শিক্ষার্থী

হেঁটে প্রায় ১৫০ কিলোমিটার পথ অতিক্রমের লক্ষ্যে পরিভ্রমণ শুরু করেছেন চার শিক্ষার্থী © টিডিসি

গোপালগঞ্জ জেলা রোভারের চারজন রোভার স্কাউট হেঁটে প্রায় ১৫০ কিলোমিটার পথ অতিক্রমের লক্ষ্যে পরিভ্রমণ শুরু করেছেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ক্যাম্পাস থেকে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র পর্যন্ত এই দীর্ঘ পথচলা পাঁচ দিনে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু হয়। এই পরিভ্রমণে অংশগ্রহণ করছেন গোবিপ্রবির তিন শিক্ষার্থী—রোভার ইমরান, রোভার অশোক ও রোভার তরিকুল এবং সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষার্থী রোভার মুরছালিন।

পরিভ্রমণকারীরা গোপালগঞ্জ থেকে যাত্রা শুরু করে বাগেরহাট, পিরোজপুর ও বরগুনা হয়ে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে পৌঁছাবেন। পাঁচ দিনের এই পরিভ্রমণের অংশ হিসেবে তারা বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ এবং সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেবেন।

যাত্রা শুরুর সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ (উডব্যাজার) এবং গোপালগঞ্জ জেলা রোভারের সম্পাদক ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জুবাইর আল মাহমুদ (এএলটি)।

এ বিষয়ে রোভার ও দলনেতা ইমরান (ইংরেজি বিভাগ) বলেন, ‘সহজভাবে বললে, পরিভ্রমণ হলো নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে হেঁটে ভ্রমণ করা। সাধারণ ভ্রমণের চেয়ে পরিভ্রমণে বিনোদনের পাশাপাশি শিক্ষা, অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের বাস্তব দিকটি বেশি গুরুত্ব পায়। মূলত প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে ছয়টি পারদর্শিতা ব্যাজের অন্তর্ভুক্ত পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের জন্য এই কার্যক্রমে অংশ নিচ্ছি।’

পরিভ্রমণ সম্পর্কে রোভার তরিকুল (ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ) বলেন, ‘পরিভ্রমণের মাধ্যমে আমরা প্রকৃতি ও পরিবেশের খুব কাছাকাছি গিয়ে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পাই। ঐতিহাসিক স্থাপনা দর্শন, সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানা যায়। দীর্ঘ পথ হাঁটার ফলে আত্মবিশ্বাস ও সহনশীলতা বৃদ্ধি পায় এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন ঘটে। একই সঙ্গে এটি মানসিক প্রশান্তি ও স্মৃতির ভান্ডার সমৃদ্ধ করে।’

রোভার স্কাউটদের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, সহনশীলতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এশিয়ান ইউনিভার্সিটির উদ্যাগে ঢাকায় আন্তর্জাতিক কনফারেন্স অন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে সারা দেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন থ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিয়ানমারে নির্বাচনের সময় জান্তার বিমান হামলায় নিহত অন্তত ১৭০
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫
  • ৩১ জানুয়ারি ২০২৬
ভাইভায় ধরা পড়ল হাতের লেখার অমিল, নারী প্রার্থীকে বাসা থেকে …
  • ৩১ জানুয়ারি ২০২৬