কোচিং শেষে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্র হৃদয়ের, ট্রাকচাপায় মৃত্যু

ট্রাকচাপায় হৃদয় হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত
ট্রাকচাপায় হৃদয় হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত  © টিডিসি ফটো

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গরুবোঝাই একটি ট্রাকচাপায় হৃদয় হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর শহরের বন্দর বড় ব্রিজ এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় হোসেন রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, হৃদয় সন্ধ্যায় কোচিং শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। পথে বন্দর বড় ব্রিজ এলাকায় পৌঁছালে হরিপুরের যাদুরানী থেকে চট্টগ্রামগামী একটি গরুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-০৬২০) পেছন থেকে তাকে ধাক্কা দেয়। ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 


সর্বশেষ সংবাদ