বেড়িবাঁধের বালুর নিচে চাপা পড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

৩১ মে ২০২৫, ০৮:১০ AM , আপডেট: ৩১ মে ২০২৫, ১১:০১ AM
স্থানীয়রা বালু সরিয়ে ওমরের নিথর দেহ উদ্ধার করেন

স্থানীয়রা বালু সরিয়ে ওমরের নিথর দেহ উদ্ধার করেন © সংগৃহীত

ভোলার মনপুরা উপজেলায় নির্মাণাধীন বেড়িবাঁধের বালুর নিচে চাপা পড়ে মো. ওমর (৮) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১ নম্বর মনপুরা ইউনিয়নের মৎস্য ঘাট এলাকার বেড়িবাঁধের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে টানা ভারি বর্ষণের কারণে বেড়িবাঁধের বালু সরে গিয়ে একটি গর্তের সৃষ্টি হয়। বিকেলে বেড়িবাঁধ এলাকায় ঘুরতে আসা লোকজন বালুর নিচে শিশুটির পা দেখতে পান। পরে স্থানীয়রা বালু সরিয়ে ওমরের নিথর দেহ উদ্ধার করেন।

নিহত ওমর উপজেলার কুলাগাজীর তালুক গ্রামের বাসিন্দা মনির হোসেনের ছেলে এবং কুলাগাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা-মা কয়েকদিন আগে পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান এবং ওমরকে তার বৃদ্ধ দাদার কাছে রেখে যান। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় ছিলেন। নৌ যোগাযোগ বন্ধ থাকায় ঝড়ের মধ্যে ওমরের বাবা-মার মনপুরায় ফিরতে বিলম্ব হয়।

ওমরের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারে চলছে আহাজারি আর কান্নার রোল। প্রতিবেশী ও এলাকাবাসী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা নিহত শিশুর বাড়িতে ছুটে যান। মনপুরা থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানান, শিশুটির মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে এবং সুরতহাল প্রতিবেদন শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইরানে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ
  • ০৯ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আবারও পররাষ্ট্র উপদেষ্টা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
‘নাসিরকে বল দেওয়া জীবনের অন্যতম বড় ভুল’
  • ০৯ জানুয়ারি ২০২৬
দুই মাসের আমদানি বিল পরিশোধে রিজার্ভ নামলো ৩২ বিলিয়নে
  • ০৯ জানুয়ারি ২০২৬
চলমান বিক্ষোভে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থী, ফুরফুরা জা…
  • ০৯ জানুয়ারি ২০২৬