প্রতিশ্রুতি থেকে ঘনিষ্ঠ হয়েছেন সেই নারী, ডিসির প্রশ্ন ভালোবাসা কি ভণ্ডামি ছিল?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ জুন ২০২৫, ০৫:২১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৮:১৩ PM
শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের সঙ্গে এক নারীর একাধিক আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার (১৯ জুন) রাত থেকে এসব ছবি-ভিডিও ছড়ানোর পর চলছে নানা আলোচনা-সমালোচনা। ভিডিওতে থাকা নারীর পরিচয়, ঘনিষ্ঠতা তৈরি হওয়া এবং সর্ম্পক সব মিলিয়ে নতুন মাত্রা পেয়েছে। এ ঘটনায় মুখ খুলেছেন ডিসি ও তার সঙ্গে থাকা নারী।
জানা গেছে, ভিডিওতে থাকা নারী টাঙ্গাইল সদরের বাসিন্দা সেলিনা ইসলাম লিজা (৩৬)। তিনি ঢাকা মিরপুরের মাজহারুল ইসলাম সংগ্রামের স্ত্রী ছিলেন। পারিবারিকভাবে বিয়ে হওয়া এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান। জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন হীরা, লিজার স্বামীর বড় বোনের জামাই। পারিবারিক আত্মীয়তার সূত্র ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়।
প্রতিশ্রুতি থেকে ঘনিষ্ঠ হয়েছেন দাবি করে সেলিনা ইসলাম লিজা গণমাধ্যমকে দাবি করেন, পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে তিনি আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পবিত্র কোরআন শরীফে হাত রেখে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দেন। তার কথা বিশ্বাস করে আমি আমার স্বামীর সঙ্গে ডিভোর্সে যেতে বাধ্য হই।
লিজা বলেন, পরে তিনি (ডিসি আশরাফ উদ্দিন) তার স্ত্রীর সঙ্গে আর্থিক বিরোধে জড়িয়ে পড়েন। তখন আমাদের সম্পর্ক গুরুত্বহীন হয়ে পড়ে। আমাকে পাত্তা না দিয়ে, উল্টো বলছেন আমি তাকে ব্লাকমেইল করছি। অথচ তার পারিবারিক সমস্যা সামাল দিতে তিনি নিজেই আমাকে ব্যবহার করেছেন। আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন।
অন্যদিকে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন এক ভিডিও বার্তায় জানান, লিজা, অনেক প্রত্যাশা ছিল আজ তোমার সঙ্গে দেখা হবে। অনেক স্বপ্ন ছিল। আমি কথা গুছিয়ে বলতে পারি না। কিন্তু অন্তর্যামী জানে, আমি তোমাকে ভালোবেসেছি। সেটা কি ভণ্ডামি ছিল? ছলনা ছিল? লোভ ছিল? তোমার শরীরের প্রতি লোভ ছিল? আমি জানি না তোমার কত টাকা আছে, আমি কি টাকার লোভে গিয়েছি? একমাত্র আল্লাহ জানেন।
তিনি আরও বলেন, এগুলোর প্রতিবাদ করে কী লাভ? যেখানে বিশ্বাস নেই, প্রেমিক সম্পর্কে প্রেমিকার এমন ধারণা— সেখানে প্রতিবাদ করলে হয়তো আরও অপমানিত হতে হবে।
প্রসঙ্গত, মোহাম্মদ আশরাফ উদ্দিন গত বছরের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ওই ঘটনার ওই নারীর সাথে কথা কাটাকাটির পর বৃহস্পতিবার রাতেই আশরাফ উদ্দিন শরীয়তপুর ত্যাগ করেন বলে জানা গেছে।