প্রবাসে যাচ্ছে ছেলে, কাপড় ইস্ত্রি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মায়ের মৃত্যু

১৬ জুন ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৩২ PM
কাপড় ইস্ত্রির প্রতীকী ছবি

কাপড় ইস্ত্রির প্রতীকী ছবি © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রবাসে পাড়ি জমাতে যাওয়া ছেলের কাপড় ইস্ত্রি করতে গিয়ে মর্মান্তিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিল্পী বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৬ জুন) সন্ধ্যায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিল্পী বেগম ওই গ্রামের ইরাকপ্রবাসী জলফু মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের ছেলে ওয়াসিম সম্প্রতি প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ উপলক্ষে শিল্পী বেগম বৈদ্যুতিক ইস্ত্রি দিয়ে ছেলের কাপড় ইস্ত্রি করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শিল্পী বেগমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এটি একটি দুর্ঘটনা, তাই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় ব্যক্তিরা জানান, প্রবাসে পাড়ি জমানোর আগে ছেলের জন্য মায়ের এমন আত্মত্যাগ সবার হৃদয় ছুঁয়ে গেছে। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নরওয়েতে উচ্চশিক্ষায় চুয়েট শিক্ষার্থীদের সাফল্য
  • ৩১ জানুয়ারি ২০২৬
পশ্চিমবঙ্গে গুদামে আগুন লেগে ২৮ জনের মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফের স্বর্ণের বড় দর পতন, ভরিতে কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় আগুনে পুড়েছে তিন বসতঘর
  • ৩১ জানুয়ারি ২০২৬
পিৎজা ডেলিভারির কাজ করেন তরুণ, রাস্তায় দেখে স্কুল বান্ধবীর …
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সফর আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬