গাইবান্ধায় স্টেশন মাস্টারকে মারধর করল যাত্রীরা

স্টেশন মাস্টার আবুল কাশেমকে মারধর
স্টেশন মাস্টার আবুল কাশেমকে মারধর  © সংগৃহীত

গাইবান্ধা রেলস্টেশনে এক যাত্রীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে স্টেশন মাস্টার আবুল কাশেমকে মারধর করেছে যাত্রীরা। অভিযোগ রয়েছে, স্টেশন মাস্টার নিজেই এক যাত্রীর মুখে আঘাত করলে ওই যাত্রীর নাক ফেটে যায়। পরে উত্তেজিত যাত্রীরা তাকে অর্ধনগ্ন অবস্থায় রেললাইনে টেনে হিঁচড়ে ফেলে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১৪ জুন) দুপুরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ৭৫২ ডাউন ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি গাইবান্ধা স্টেশনে পৌঁছালে ঘটনাটি ঘটে। জানা গেছে, লালমনিরহাট থেকে দাঁড়িয়ে আসা এক যাত্রী গাইবান্ধা স্টেশনে নেমে আসনের বিষয়ে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্টেশন মাস্টার আবুল কাশেম যাত্রীর মুখে আঘাত করলে তার নাক থেকে রক্তপাত শুরু হয়।

পরে আহত যাত্রীর স্ত্রী ও অন্য যাত্রীরা মিলে স্টেশন মাস্টারকে টেনে প্ল্যাটফর্ম থেকে রেললাইনে নামিয়ে মারধর করে। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ট্রেনটির নির্ধারিত সময় হলে যাত্রীরা ট্রেনে উঠে গন্তব্যে রওনা দেন।

ঘটনার বিষয়ে গাইবান্ধা রেলস্টেশনে দায়িত্বরত ইনচার্জ (আইসি) ওসমান গনি বলেন, “ঘটনার পুরো দায় স্টেশন মাস্টার আবুল কাশেমের। তিনি নিজেই যাত্রীকে মেরে আহত করেছেন।”

স্টেশন মাস্টার আবুল কাশেম কোনো মন্তব্য করতে রাজি না হলেও, পরে ঘটনাটি অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করেন বলে জানা গেছে। তবে ঘটনাস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ঘটনার ভিডিও ধারণ করার কারণে সুবিধা করতে পারেনি স্টেশন মাস্টার।

এ ঘটনায় রেলওয়ের দায়িত্বশীল মহলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, সচেতন মহল দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।


সর্বশেষ সংবাদ